Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইসরাইলের পরমাণু কেন্দ্রে হামলার হুমকি হিজবুল্লাহর

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের পারমাণু কেন্দ্রে হামলার হুমকি দিয়েছে লেবাননের হিজবুল্লাহ। খবরে বলা হয়, ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের দিমোনা পরমাণু চুল্লি বন্ধ করার আহŸান জানিয়েছেন। এ পরমাণু কেন্দ্র লেবাননের জন্য যে মারাত্মক হুমকি সৃষ্টি করেছে সে বিষয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। হিজবুল্লাহর যোদ্ধা ও লেবাননের শহীদ সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এ আহŸান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার কথা উল্লেখ করে নাসরুল্লাহ বলেন, হোয়াইট হাউজের নতুন নেতার উৎসাহে ইসরাইল লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করতে পারে। তবে, ট্রাম্পের মন্ত্রিসভায় পরিবর্তন ও তোলপাড়ের কারণে তার সরকারের মধ্যপ্রাচ্য নীতি এখনো পরিষ্কার নয় বলে মন্তব্য করেন। সাইয়্যেদ নাসরুল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেন, শত্রæদেরকে কখনো ভয় করে না হিজবুল্লাহ কারণ লেবাননের জনগণের মাঝে এর শক্তির ভিত্তি প্রতিষ্ঠিত এবং প্রেসিডেন্ট মিশেল আউনের শক্ত অব¯ান রয়েছে। সূত্র : পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ