মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অভিবাসীদের বিরুদ্ধে অভিযান ও ধরপাকড় যুক্তরাষ্ট্রের কৃষি খাতের ক্ষতি করবে। একই কারণে মার্কিন পরিবারগুলোর নৈমিত্তিক বাজারের ব্যয় বাড়বে। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় ও আমেরিকান ফার্মস ব্যুরো ফেডারেশন এ কথা জানিয়েছে। এদিকে, ৩০ বছর আগে পিট এইলোর বাবা জো এইলো জর্জ উয়েসুগির কাছ থেকে বিখ্যাত উয়েসুগি ফার্মস কিনে নিয়েছিলেন। বর্তমানে এ ফার্মের স্বত্বাধিকারী পিট এইলো মনে করছেন, মার্কিন শ্রমিকরা কৃষিকাজে আগ্রহী না হলে যুক্তরাষ্ট্রের কৃষির সামনে দুর্যোগ আসছে। পিট এইলো বলেন, আমি সবাইকে বলছি, হয়তো কর্মী আমদানি করো, নইলে তোমার খাদ্য আমদানি করো। কেননা স্থানীয় কর্মীরা কৃষিকাজে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। স¤প্রতি মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ কাগজপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে যে ধরপাকড় শুরু করেছে, তাতে দেশটির কৃষি খাত বিপাকে পড়েছে। খাতটি বিদেশী শ্রমিকদের ওপর ভীষণভাবে নির্ভরশীল। গত এক সপ্তাহে অন্তত ছয়টি রাজ্যে কয়েকশ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এ কারণে ভীতসন্ত্রস্ত অনেক শ্রমিক ঘর থেকে বেরোচ্ছেন না; কর্মক্ষেত্রে যেতেও সাহস পাচ্ছেন না। ঝামেলা এড়াতে মার্কিন কৃষকরাও বিদেশী শ্রমিক নিয়োগে সাহস পাচ্ছেন না। মার্কিন কৃষি খাতের প্রতিনিধিত্বকারী দুটি সংগঠন এ কথা জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার উয়েসুগি ফার্মসের জিএম পিট এইলো বলেছেন, বহু বছর ধরে সীমান্তে কড়াকড়ির কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের কৃষি খামারগুলো শ্রমিক সংকটে ভুগছে। চলতি বছর পরিস্থিতি আরো খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পিট এইলো আরো বলেন, কেউ খুব বেশি সাহস পাচ্ছে না। এবারে হয়তো প্রয়োজনীয় শ্রমিক খুঁজে পাওয়া যাবে না। এটি বড় উদ্বেগের বিষয়। উয়েসুগি ফার্মস ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও মেক্সিকোয় পাঁচ হাজার হেক্টর জমি আবাদ করে। লালমরিচ, গোলমরিচ, বাঁধাকপি, শালগম, স্ট্রবেরিসহ বিভিন্ন ফসল উৎপাদন করে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের খামারগুলোর অবস্থা উয়েসুগির মতোই। আবাদের মৌসুমে প্রতিষ্ঠানটি ফসল বাছাই, বোঝাই ও প্যাকেটবন্দি করতে ৬০০ শ্রমিককে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। চুক্তিভিত্তিক শ্রমিকের সিংহভাগ মেক্সিকোর হয়ে থাকে। আমেরিকান ফার্মস ব্যুরো ফেডারেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অর্ধেকের বেশি কৃষি শ্রমিকের কোনো কাগজপত্র নেই। মার্কিন কৃষি মন্ত্রণালয় ও ফার্মস ব্যুরো ফেডারেশনের গবেষণায় দেখা গেছে, অভিবাসীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি-ধমকির জেরে কৃষক ও কৃষি উদ্যোক্তাদের প্রয়োজনীয় শ্রমিক পেতে কষ্ট হবে। এ কারণে কৃষি খাতে ব্যয় বাড়বে এবং মার্কিন নাগরিকদেরও মুদি দোকানে গিয়ে বাড়তি অর্থ গুনতে হবে। দায়িত্ব গ্রহণের পাঁচদিনের মাথায় ডোনাল্ড ট্রাম্প কাগজপত্রবিহীন ১ কোটি ১০ লাখ অভিবাসীর বিরুদ্ধে অভিযানের আদেশ দেন। এরই অংশ হিসেবে গত কয়েক দিনে বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক ধরপাকড় হয়। ফার্ম ব্যুরোর কংগ্রেসনাল রিলেশন্স বিভাগের ডিরেক্টর ক্রিস্টি বসওয়েল বলেন, শ্রমিক ইস্যুতে সারা দেশে অনেকে উদ্বিগ্ন। এটি সত্যিকারের গুরুত্বপূর্ণ ইস্যু, যা কৃষককে অনেক কঠোর সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের কারণে কৃষি খামার ও মাংস প্রক্রিয়াকরণ কারখানাগুলো শ্রমিক সংকটে ভুগবে। আগে থেকেই এসব প্রতিষ্ঠানে শ্রমিক পেতে সংকট হতো। ট্রাম্পের পদক্ষেপ তাতে বাড়তি চাপ যোগ করবে। অভিবাসীদের ধরপাকড়ের কারণে যুক্তরাষ্ট্রে গোশত উৎপাদন প্রবৃদ্ধি ব্যাহত হতে পারে। সে দেশে মাংস প্রক্রিয়াকরণে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান পিলগ্রিমস প্রাইড করপোরেশনের সিইও বিল লোভেট এ কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার বিশ্লেষকদের সঙ্গে কনফারেন্স কলে বিল লোভেট বলেন, পুরো মাংস শিল্পেই আমরা শ্রমিক সংকট দেখছি। এতে করে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। বিশেষত নতুন প্রকল্প ও শাখার জন্য কর্মী পাওয়া বেশি কষ্টকর। এ কারণে ২০১৭ সালে মাংস শিল্পে উৎপাদন বৃদ্ধি ব্যাহত হতে পারে। প্রবৃদ্ধি নয়, বরং কৃষি ও গবাদিপশু উৎপাদন কমে যেতে পারে বলে মনে করছে আমেরিকান ফার্ম ব্যুরো। এক গবেষণায় সংস্থাটি দেখেছে, অভিবাসন ব্যবস্থা সংস্কারের পরিবর্তে একতরফা পদক্ষেপ নিলে ফল, সবজি ও মাংস উৎপাদন কমে যাবে। এ অবস্থায় খাদ্যমূল্য ৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কৃষিপণ্যের বাজারে কয়েক বছর ধরে সংকট চলছে। এর জেরে যুক্তরাষ্ট্রে শস্য উৎপাদক ও গবাদিপশু খামারিরা সত্তরের দশকের পরে সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। অভিবাসন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের কট্টর অবস্থান তাদের দুর্ভোগ আরো বাড়াবে। অভিবাসীদের মনে ডোনাল্ড ট্রাম্প আতঙ্কের আঁচ ভ্যাটিকানকেও ছুঁয়েছে। পোপ ফ্রান্সিস অভিবাসীদের নিয়ে কর্মরত সংগঠনগুলোর সঙ্গে ধর্মীয় সংগঠনের সংযোগ ঘটানোর উদ্যোগ নিয়েছেন। তার উদ্যোগের অংশ হিসেবে চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় একটি কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা। ওয়ার্ল্ড মিটিং অব পপুলার মুভমেন্টস শীর্ষক এ কনফারেন্সে যোগ দিতে সম্মত হওয়া অনেকেই এখন ট্রাম্প আতঙ্কের কারণে ভ্রমণে ভয় পাচ্ছেন। বøুমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।