Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতকানিয়া উপজেলা চেয়ারম্যানের বহিষ্কারাদেশ স্থগিত

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনের বহিষ্কারাদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোট। গত মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম ছিদ্দিকী ও বিচারপতি রজিক আল জলিলের যৌথ বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেন। সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ রিদুয়ানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন । উল্লেখ্য, রিদুয়ানুল করিম উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের আইনজীবী। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (উপজেলা শাখা-২) স্বাক্ষরিত এক আদেশে জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়। এরপর হাইকোটে একটি রিট পিটিশন দায়ের করেন জসিম উদ্দিন। এতে স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের সচিব সিনিয়র সহকারী সচিব (উপজেলা শাখা-২) চট্টগ্রামের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে বিবাদী করা হয়। অ্যাডভোকেট রিদুয়ানুল করিম জানান, রিট পিটিশন শুনানি কালে রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মুখলেছুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাতকানিয়া উপজেলা চেয়ারম্যানের বহিষ্কারাদেশ স্থগিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ