রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ায় অপহৃত কিশোরীকে অপহরণের ১৫ দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পরও মেয়ের সন্ধান বা উদ্ধার না হওয়ায় অপহৃতার পরিবার চরম হতশা ও উৎকণ্ঠায় জীবনযাপন করছে। উখিয়া থানার তদন্তকারী অফিসার এসআই শাহজাহান কামাল জানান, অপহৃতা কিশোরীকে উদ্ধারের জন্য সম্ভাব্য এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। জানা যায়, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রামের ফরিদ আলমের কিশোরী কন্যা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দাদার বাড়ি ধুরুমখালী নতুনপাড়া গ্রামে বেড়াতে যায়। গত ১১ ফেব্রুয়ারি বিকেলে নিজ বাড়িতে ফেরার পথে একদল সন্ত্রাসী ফিল্মি কায়দায় রাবিয়াকে অপহরণ করে নিয়ে যায়। পিতা ফরিদ আলম অভিযোগ করে বলেন, গুরা মিয়া গ্যারেজ এলাকার ইমাম হোছনের ছেলে কাশেম উদ্দিন প্রকাশ আব্বুুইয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। সহযোগী হিসাবে ছিল একই এলাকার রশিদ আহমদের ছেলে মোহাম্মদ সেলিম। এ ব্যাপারে অপহৃতার পিতা ফরিদ আলম বাদী হয়ে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান কামাল ঘটনার সত্যতা শিকার করে বলেন, অপহৃত কিশোরীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।