Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাগারে মোমবাতি বানাবনে শশীকলা

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকলিাব ডস্কে : ভারতরে তামলিনাড়ু রাজ্যরে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললতিার ছায়াসঙ্গী শশীকলা র্কণাটকরে রাজধানী বঙ্গোলুরুর পারাপ্পানা আগ্রাহারা কারাগারে দু’রাত কাটয়িছেনে। হসিাববহর্ভিূত সম্পত্তি রাখার মামলায় সাজাপ্রাপ্ত শশীকলাকে আগামী চার বছর এই কারাগারইে কাটাতে হব।ে গতকাল বৃহস্পতবিার টাইমস অব ইন্ডয়িা অনলাইনরে প্রতবিদেনে এই তথ্য জানানো হয়। শশীকলাকে কারাগাররে একটি ছোট কক্ষে রাখা হয়ছে।ে সখোনে একটি ফ্যান আছ।ে তাকে একটি বালশি, একটি কম্বল ও একটি চাদর দওেয়া হয়ছে।ে কারা সূত্র জানায়, শশীকলাকে অপর দুই নারী বন্দীর সঙ্গে কক্ষ ভাগাভাগি করতে হব।ে তাকে মঝেতেে ঘুমাতে হব।ে তনিি প্রতদিনি দুটি করে সংবাদপত্র পাবনে। কারা র্কমর্কতারা জানয়িছেনে, সাজা ভোগকালে কারাগারে বসে মোমবাতি বা আগরবাতি বানাবনে শশীকলা। মজুরি হসিবেে দনৈকি ৫০ রুপি পাবনে তনি।ি কারাগারে কোনো ‘ডে অফ’ নইে। কারাগারে ঢোকার সময় শশীকলার নামে তনিটি শাড়ি ও ব্লাউজ ইস্যু করা হয়ছে।ে তনিি একটি ঘড়ি ও সোনার একটি চইেন জমা দয়িছেনে।
কারাগাররে একটি সূত্র জানায়, র্দীঘ ভ্রমণে শশীকলা একটু ক্লান্ত ছলিনে। তার রক্তরে চাপ একটু ছলি। রাতে ভাত, সাম্বার ও সঙ্গে করে আনা ফল খয়েছেনে তনি।ি এ ছাড়া ওষুধও খয়েছেনে।
কারাগারে শশীকলার জন্য শীতাতপ নয়িন্ত্রতি কামরা, টভি,ি বোতলজাত পানি ও ধ্যানকক্ষরে জন্য আবদেন করা হয়ছেলি। তার সবোয় একজন নারী কারার্কমী রাখারও আবদেন করা হয়। কন্তিু এসব দাবি নাকচ করছেে কারা র্কতৃপক্ষ।
হসিাববহর্ভিূত সম্পত্তি রাখার মামলায় সুপ্রমি র্কোটরে রায়ওে দোষী সাব্যস্ত হন শশীকলা। সুপ্রমির্কোট বাড়তি সময় না দওেয়ায় গত বুধবার চন্নোই ছড়েে বঙ্গোলুরু গয়িে আদালতে আত্মসর্মপণ করনে তনি।ি তার সঙ্গে আত্মসর্মপণ করনে আত্মীয় সুধাকরণ ও ইলাবরস।ি ডাক্তারি পরীক্ষা শষেে তাদরে কারাগারে পাঠানো হয়।
জয়ললতিার ছায়াসঙ্গী ছলিনে শশীকলা। জয়ললতিার মৃত্যুর পর শশীকলা তামলিনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দখেছলিনে। সূত্র : এবপি,ি ওয়বেসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ