Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে সমর্থন করলেও শ্রমমন্ত্রীর পদ থেকে সরে গেলেন পাজডার

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী পদের মনোনয়ন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন অ্যান্ডরু পাজডার। তিনি জানান, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন, কিন্তু তাঁর প্রশাসনের হয়ে কাজ করবেন না। স্থানীয় সময় গত বুধবার নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন পাজডার। তিনি বলেন, অনেক বিবেচনা ও পরিবারের সঙ্গে আলোচনার পর আমি শ্রমমন্ত্রী পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করলাম। আমি এই প্রশাসনের হয়ে কাজ করব না। তবুও আমি প্রেসিডেন্ট (ট্রাম্প) ও তাঁর  দক্ষ দলকে পুরোপুরি সমর্থন করি। তবে শ্রমমন্ত্রী পদে পাজডার চূড়ান্তভাবে নির্বাচিত হতে পারবেন কিনা তা নিয়ে বেশ শঙ্কা তৈরি হয়েছিল। মন্ত্রী পদে নির্বাচিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সিনেট সদস্যদের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ ভোট পেতে হয়। সিনেটদের কাছে থেকে প্রত্যাশিত ভোট না পেয়ে নাকি হারতে বসেছেন পাজডার। এমন অবস্থার মধ্যেই নিজেকে প্রত্যাহার করে নিলেন তিনি। এর আগে মঙ্গলবার ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেন। দায়িত্ব গ্রহণের আগেই রাশিয়ার দূতের সঙ্গে যোগাযোগের পরিপ্রেক্ষিতে চলমান বিতর্কের জের ধরেই ওই ঘোষণা দেন তিনি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ