মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরাক-আইএস যুদ্ধের একটি পরিসমাপ্তি আসন্ন হয়েছে বলে বিশেষজ্ঞমহল মনে করছেন। তারা মনে করেন, মসুল থেকে অল্প সময়ের মধ্যে আইএস যোদ্ধারা তাদের অস্তিত্ব হারিয়ে পালিয়ে যাবে। যাহোক, নানা জল্পনা-কল্পনা শেষে ইরাকি সরকারি যোদ্ধরা বিজয়ের দ্বারে পৌঁছে গিয়েছে বলে কোনো কোনো সমীক্ষক মনে করেন। তারা মনে করছেন, পশ্চিম মসুল তাদের হাতের একেবারে নাগালে যদিও আইএস যোদ্ধরা মসুলে তাদের অধিকার নিয়ে অবস্থান করছে। এই ধরনের আশাবাদ ও প্রত্যয় ব্যক্ত করেছেন ইরাকের একজন সিনিয়র রাজনীতিবিদ। তিনি তার সহজ ও সাবলীল বক্রব্য রেখেছেন দ্য ইন্ডিপেন্ডেন্টকে। এই ইরাকি রাজনীতিক ও নেতা হলেন হোসিয়ার জেবারি। জেবারি ইরাকি রাজনীতিকদের মধ্যে বিশষে গুরুত্ববহ ব্যক্তি। তিনি গত বছর ইরাকের অর্থ মন্ত্রী হিসেবে নিযুক্ত পেয়েছেন এবং এক সময়ে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জেবারি। জেবারি বলেছেন, আইএস যোদ্ধারা স্বাভাবিকভাবে বা সহজ পথে হটে যাবে না। তারা এখনও তাদের প্রতিপত্তি ধরে রেখেছে দূরদূরান্তের মফস্বল জেলাগুলোতে কিন্তু এই ভাবেও তাদের শেষ রক্ষা হবে না। জেবারি দ্য ইন্ডিপেন্ডেকে বলেছেন, আমি মনে করি, পশ্চিম মসুল অবশ্যই আইএসদের কাছ থেকে আমরা ছিনিয়ে নেব। তিনি আরো জানিয়েছেন, পূর্ব মসুল ইরাকিদের হাতের মুঠোয় তারা যে কোনো সময়ে তা নিয়ে নিতে পারেন। তবে পূর্ব মসুলের আইএস যোদ্ধারা নানা ধরনের কূটকৌশল নিতে পারে, তারা হামলা চালাতে পারে সরকারি বাহিনীর ওপর টানেলগুলি ব্যবহার করে, এছাড়া আইএস তাদের শেষ রক্ষার জন্য আত্মঘাতী হামলাও চালাতে পারে। জেবারি জানিয়েছেন, পশ্চিম মসুলে এখন দুই পক্ষের মধ্যে মরণপণ লড়াই চলছে। জেবারি তার সাক্ষাৎকারে বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়েছেন, তিনি জানিয়েছেন, ইতোমধ্যে ইরাকি বাহিনী যে সংবাদ দিয়েছে তা ঠিক নয়। তাদের সংবাদ ভাষ্যে স্থান পেয়েছিল, স্বঘোষিত খলিফা ও আইএস নেতা আবু বাকার আল বাগদাদি নিহত হয়েছেন বিমান হামলায় কিংবা তিনি আহত হয়েছেন সংবাদটি সত্য নয়। আবু বাকার আল বাগদাদি এখনো পশ্চিম মসুলে বর্তমান আছেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।