মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক: মিথ্যা মাদক পাচারের অভিযোগ আনার জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে বলেছেন ভেনিজুুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গত সোমবার মাদুরোর ভাইস প্রেসিডেন্ট তারেক এল আইজামিকে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর প্রতিক্রিয়ায় মাদুরো বলেন, আমি আমার পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ নোট ওয়াশিংটনকে দিতে বলেছি। জনসম্মুখে আমাদের ভাইস প্রেসিডেন্টকে নিয়ে মিথ্যা অপপ্রচারের জন্য ক্ষমা চাইতে হবে ওয়াশিংটনকে। মাদুরো আরো বলেন, এতে কোনো সন্দেহ নেই ভেনিজুুয়েলা অবশ্যই যুক্তরাষ্ট্রের এই অপমানের জবাব জোরালভাবে দেবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তার প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণেœর চেষ্টা করছেন বলে মাদুরো প্রায়ই অভিযোগ করেন। ভেনিজুুয়েলার প্রেসিডেন্টের উত্তরসূরি বর্তমান ভাইস প্রেসিডেন্ট। সব ঠিক থাকলে বিরোধিদের হটিয়ে পরবর্তী প্রেসিডেন্ট হবেন তিনি এমনটাই হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের কারণে তাদের পরিকল্পনা কিছুটা হলেও ধাক্কা খেল। নতুন করে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েনে ঘৃণায় পরিণত হতে যাচ্ছে দুই দেশের সম্পর্ক। ওবামা প্রশাসনের সঙ্গে কিছুটা ভালো সস্পর্ক ছিল ভেনিজুুয়েলার। তবে ভেনিজুুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক বাণী দিলেও মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুুয়েলার সম্পর্কে তার অবস্থান এখনো স্পষ্ট করেননি। মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে ভেনিজুুয়েলার ভাইস প্রেসিডেন্ট তারেক এল আইজামিকে সোমবার কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। মাদক ও অর্থ পাচারের অভিযোগে প্রেসিডেন্টে নিকোলাস মাদুরোর সরকারের শীর্ষ এ কর্মকর্তার বিরুদ্ধে প্রথমবার নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। জিও নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।