মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সম্পর্ক জোরদার করতে ভারতে যাচ্ছেন মার্কিন কংগ্রেসের ২৭ সদস্য। ভারতে যাচ্ছেন মার্কিন কংগ্রেসের দুটি প্রতিনিধি দল। রিপাবলিকান ও ডেমোক্র্যাট মিলিয়ে প্রথম দলটিতে ১৯ ও দ্বিতীয়টিতে থাকবেন দেশের ৮ কংগ্রেস সদস্য। ২০-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত নয়াদিল্লি ও হায়দরাবাদে থাকবে প্রথম দলটি। দ্বিতীয় দলটি বেঙ্গালুরু হয়ে ফিরবে ২৩ ফেব্রুয়ারি। হোয়াইট হাউসে আসার পরেই ভারতকে বন্ধু দেশ বলে মোদিকে ফোন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিরক্ষা, নিরাপত্তা, সন্ত্রাস দমনের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও পাশে থাকার আশ্বাস দেন তিনি। আর এবার যাচ্ছেন রেকর্ডসংখ্যক মার্কিন কংগ্রেসম্যান। সূত্রের খবরে বলা হয়, ভারতের অর্থনীতি থেকে রাজনীতি, গণতন্ত্রের কাঠামো থেকে উন্নয়নের সম্ভাবনা, এমন প্রতিটি ক্ষেত্র খতিয়ে দেখবে দল দুটি। যদিও ওয়াশিংটনের তরফে নয়া লগ্নি কিংবা দু’দেশের মধ্যে নতুন চুক্তি সই নিয়ে ইঙ্গিত মেলেনি। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।