Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর সীমান্তে ২০ মিটার সুড়ঙ্গের সন্ধান

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: কাশ্মীর সীমান্তে ২০ মিটার দীর্ঘ এক সুড়ঙ্গের খোঁজ পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। এনডিটিভি জানিয়েছে, সাম্ভা এলাকার রামগড় সেক্টরে বিএসএফের প্রশিক্ষণের সময় গত সোমবার অসমাপ্ত ওই সুড়ঙ্গের সন্ধান মেলে। কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে যাওয়া সুড়ঙ্গটি চওড়ায় আড়াই ফুট, গভীরতাও প্রায় একই রকম বলে বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তা ধর্মেন্দ্র পারেক জানান। তিনি বলেন, পাকিস্তান থেকে শুরু হওয়া ওই সুড়ঙ্গ ব্যবহার করে সন্ত্রাসীরা ভারতে ঢোকার পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে। সুড়ঙ্গটির কাজ পুরোপুরি শেষ হয়নি। তার আগেই আমরা খোঁজ পেয়ে গেছি। ধর্মেন্দ্র বলেন, নজরদারি বাড়ায় সাম্প্রতিক সময়ে সীমানা পেরিয়ে অনুপ্রবেশের ঘটনা অনেকটা কমে এসেছে। এ কারণে ভারতে ঢুকতে সীমান্ত এলাকায় সুড়ঙ্গ খোঁড়ার প্রবণতা বাড়ছে মনে করেন তিনি। গত বছর ৩০ নভেম্বর সাম্বা সেক্টরে জঙ্গি হামলার পরপরই একটি বড়সড় সুড়ঙ্গের সন্ধান পেয়েছিল বিএসএফ। দুই ফুট চওড়া ওই সুড়ঙ্গের দৈর্ঘ্য ছিল ৭৫ মিটার। পাকিস্তান থেকে শুরু হওয়া ওই সুড়ঙ্গ দিয়ে ভারতে ঢুকেই তিন জঙ্গি নভেম্বরের ওই হামলা চালিয়েছিলে বলে বিএসএফের ধারণা। এনডিটিভি ও ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ