Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও বোল্ট

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বছর জুড়ে ফুটবল মাঠে দাপট দেখানো লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোরা পারেননি। পারেননি ৩৫ বছর বয়সে চোট কাটিয়ে ফিরেই অস্ট্রেলিয়ান ওপেন জেতা রজার ফেদেরারও। তাদের হারিয়ে লরিয়াস বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন উসাইন বোল্ট। ক্যারিয়ারে চতুর্থবার এই পুরস্কার জিতলেন জ্যামাইকান গতিমানব। এর আগে ২০০৯, ২০১০ ও ২০১৩ সালে সেরার পুরস্কারটি পেয়েছিলেন অলিম্পিকে মোট আটটি স্বর্ণজয়ী বোল্ট। গত অগাস্টে রিওতেও ১০০, ২০০, ৪*১০০ মিটারে সোনালী আভায় মোড়ান নিজেকে।
আর বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন জিমন্যাস্ট সিমোনে বাইলস। আর রিওতে চারটি সোনার পদকজয়ী যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট বাইলস এবারই প্রথম এই পুরস্কার জিতলেন। গেলপরশু মোনাকোয় এক অনুষ্ঠানে সেরাদের পুরস্কৃত করা হয়।
ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা জেতা লেস্টার সিটি ‘দ্য স্পিরিট অব স্পোর্ট’ পুরস্কার পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ