নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : সাবেক পাকিস্তান ওপেনার নাসির জামশেদ ও তার এক সঙ্গীকে গ্রেফতার করে লন্ডন পুলিশ। সংযুক্ত আরব আমিরাতে চলমান পাকিস্তান ক্রিকেট লিগ (পিসিএল) থেকে বহিষ্কার হওয়া ক্রিকেটারের একজন তিনি। ঘটনার তদন্ত এখন চলমান। তারই অংশ হিসেবে তাদেরকে আটক দেখায় লন্ডনের ন্যাশনাল ক্রইম এজেন্সি (এনসিএ)। পরে অবশ্য দু’জনেই ছাড়া পেয়েছেন জামিনে। এনসিএ এক বিবৃতিতে জানায়, ‘ত্রিশ থেকে উনচল্লিশ বয়সোর মধ্যে দু’জনকে আটক করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা। ক্রিকেটে ম্যাচ ফিক্সিং ও ঘুষ নেয়ার অপরাধে চলমান তদন্তের অংশ হিসেবে তাদের আটক দেখানো হয়। আটক করা হয় ১৩ ফেব্রুয়ারী। তদন্ত চলমান থাকায় মে ২০১৭ পর্যন্ত তাদের জামিন দেয়া হয়েছে।’ পিসিএলে বহিষ্কৃত বাকি দুই ক্রিকেটার হলেন ওপেনার শারজিল খান ও খালিদ লতিফ। তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে খেলার অনুমতি দেয়া হয়। তারা হলেনÑ মোহাম্মাদ ইরফান, জুলফিকার বাবর ও সাহজিব হাসান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।