Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সব প্রস্তুতি সম্পন্ন। আর মাত্র ২৪ ঘণ্টা পর পর্দা উঠছে রোলবল বিশ্বকাপের চতুর্থ আসরের। আর এর মধ্যদিয়েই উন্মোচিত হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন এক দিগন্তের। পল্টন ময়দান সংলগ্ন নব-নির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বৃহৎ এই ক্রীড়া উৎসবে অংশ নিচ্ছেন ৪০টি দেশের ছয়শ’ ক্রীড়াবিদ। এর আগে বাংলাদেশে অনুষ্ঠিত কোনো ক্রীড়া আসরে একসঙ্গে এত প্রতিযোগী অংশ নেয়নি। আগামীকাল প্রধান অতিথি থেকে বেলুন ও পায়রা উড়িয়ে চতুর্থ রোলবল বিশ্বকাপের উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি। আগামী ২৩ ফেব্রুয়ারি আসরের সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোলবল বিশ্বকাপের এবারের আসরে এশিয়ার ১৯, আফ্রিকার ১১, ইউরোপের সাত ও  দক্ষিণ আমেরিকার দু’টিসহ মোট ৩৯টি দেশ অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী সবগুলো দেশই পুরুষ বিভাগে খেললেও ২৯টি দেশ খেলবে মহিলা বিভাগেও। তবে সেøাভেনিয়া শুধু মহিলা বিভাগে অংশ নেবে।
গতকাল দুপুরে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ রোলার স্কেটিং  ফেডারেশনের সভাপতি ও প্রধানন্ত্রীর এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, যুগ্ম সচিব ওমর ফারুক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, আন্তর্জাতিক রোলবল সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর রবীন্দ্র কপিল ও রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান। ভলিবল ও হ্যান্ডবলের মিলিত সংস্করণে রোলবল খেলা ২০১১ সালে ভারতের পুনেতে উদ্ভব হয়। ওই বছরই ভারতে বসে রোলবল বিশ্বকাপের প্রথম আসর। ২০১৩ সালে কেনিয়ায় ও এর দু’বছর পর আবারো ভারতে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। প্রথম রোলবল বিশ্বকাপের শিরোপা ডেনমার্ক জিতলেও টানা দু’বার চ্যাম্পিয়ন হয় ভারত। আর বাংলাদেশ ২০১৫ সালে তৃতীয় বিশ্বকাপে প্রথম অংশ নিয়ে ৩৪টি দেশের মধ্যে পায় সপ্তমস্থান।
সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, ‘বিশ্বকাপের খেলা হবে ঢাকার তিনটি ভেন্যুতে। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স ছাড়া অন্য দুই ভেন্যু হচ্ছে মিরপুর উডেন ফ্লোর জিমন্যাসিয়াম ও পল্টন ময়দান সংলগ্ন জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম।’ তিনি আরো বলেন,‘ রোলবল বিশ্বকাপের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উম্মোচিত হবে বলে আমার বিশ্বাস। তাছাড়া এই বিশ্বকাপ আয়োজন বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদা বাড়াবে। এই খেলাকে জনপ্রিয় করার জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব।’
বিশ্বকাপের আগের আসরে সপ্তম হলেও এবার ঘরের মাঠে আরো ভালো করতে চায় বাংলাদেশ। এ প্রসঙ্গে আহমেদ আসিফুল হাসান বলেন, ‘এবার নিজেদের মাঠে খেলব আমরা। তাই ভালো ফলাফলের প্রত্যাশা করছি। ভারত ও নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলোতে ভালো করায় প্রত্যাশা বেড়েছে আমাদের।’
রবীন্দ্র কপিলের কথা, ‘রোলবলের এত বড় আয়োজন এবারই প্রথম। এর আগে ৩৪ দল নিয়ে হয়েছিল বিশ্বকাপ, এবার হচ্ছে ৪০ দেশ নিয়ে। আমরা আশাবাদী এ আয়োজন সফলভাবে শেষ করতে পারবে বাংলাদেশ।’
আসরে অংশ নেয়া দেশগুলো হলোÑ ভারত, আইভরিকোস্ট, সিয়েরালিওন, ওমান, ইংল্যান্ড, উগান্ডা, মিশর, ইরান, আর্জেন্টিনা, তানজানিয়া, লাটভিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, রুয়ান্ডা, গিনি, মিয়ানমার, ভুটান, ফিজি, হংকং, ফ্রান্স, চীন, বেনিন, নেপাল, থাইল্যান্ড, কেনিয়া, শ্রীলঙ্কা, ডেনমার্ক, সেনেগাল, বেলারুশ, তুরস্ক, সউদী আরব, উরুগুয়ে, নেদারল্যান্ডস, ভিয়েতনাম, চাইনিজ তাইপে, জাম্বিয়া, সেøাভেনিয়া,  ফিলিপাইন ও স্বাগতিক বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ