Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরিয়ায় অবরুদ্ধ চার শহরে ভয়াবহ বিপর্যয়ের হুঁশিয়ারি জাতিসংঘের

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় অবরুদ্ধ চার শহরে ভয়াবহ মানবিক বিপর্যয়ের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের সিরিয়াবিষয়ক মানবিক সহায়তা সমন্বয়ক আলী আল-জাতারি। তিনি ওইসব শহরে আটকেপড়া প্রায় ৬০ হাজার বাসিন্দার কাছে অবিলম্বে ত্রাণ সাহায্য পৌঁছানোরও আহŸান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি সিরিয়ার জাবাদানি, মাদায়া, ফুয়া ও কাফরায়া শহরে কঠিন পরিস্থিতির ব্যাপারে সতর্কবাণী করেন। দামেস্ক প্রদেশে জাবাদানি ও মাদায়া সরকারি সৈন্য ও তাদের মিত্ররা এবং ফুয়া ও কাফরায়া শহর বিদ্রোহীরা অবরোধ করে রেখেছে। বিবৃতিতে বলা হয়, প্রায় ৬০ হাজার নিরপরাধ মানুষ প্রতিদিন সহিংসতা ও বঞ্চনার শিকার হচ্ছে এবং তারা অপুষ্টি ও যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে না। এতে বলা হয়, সেখানে মারাত্মক মানবিক বিপর্যয়কর পরিস্থিতি বিরাজ করছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ