মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ চীনসাগরের বিতর্কিত অংশে ভাসমান পরমাণু চুল্লি (নিউক্লিয়ার প্ল্যান্ট) তৈরি করবে বলে চীন ঘোষণা দিয়েছে। এ প্রসঙ্গে বেইজিংয়ের দাবি হচ্ছে, উপক‚লবর্তী অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা দেয়ার জন্যই চুল্লি নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে দেশের পঁাঁচ বছরের অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে চলছে গবেষণা। জানা গেছে, চীনের ন্যাশনাল নিউক্লিয়ার কো-অপারেশন সেখানে অন্তত ২০টি ভাসমান চুল্লি তৈরি করবে। সংস্থাটির সাবেক চেয়ারম্যান সান কিন জানিয়েছেন, ২০১৯ সালের মধ্যে শেষ হবে এই প্রকল্প। দক্ষিণ চীনসাগরের প্রায় পুরোটাই দাবি করে চীন। তবে দ্বীপগুলোর ওপর দাবি রয়েছে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রæনেই ও তাইওয়ানের। অন্যদিকে, হুমকির নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে চীনের তৈরি দ্বিতীয় বিমানবাহী রণতরী শানদংকে দক্ষিণ চীনসাগরের কাছে মোতায়েন করতে যাচ্ছে দেশটি। চীনা সংবাদমাধ্যমে স¤প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, দেশের অত্যাধুনিক বিমানবাহী রণতরীকে বিতর্কিত দক্ষিণ চীনসাগরেই মোতায়েন করা হচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।