Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় আল-বাব এলাকার বেশির ভাগই আইএস দখলমুক্ত : তুরস্ক

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কসমর্থিত সিরীয় বিদ্রোহীরা ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে আল-বাব শহরের বেশিরভাগ অংশেরই দখল নিয়েছে বলে দাবি করেছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। গত মঙ্গলবার পার্লামেন্টে তিনি বলেন, আল-বাবের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়া হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসী সংগঠনগুলোকে তাদের নিয়ন্ত্রিত এলাকা দিয়ে করিডোর সৃষ্টি করে তুরস্কে প্রবেশ আটকানোই আমাদের মূল লক্ষ্য। গত বছর আগস্ট থেকে তুরস্কের বিশেষ বাহিনী, ট্যাঙ্ক ও যুদ্ধবিমানের সহায়তায় সিরিয়ার বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলে বড় ধরনের অভিযান শুরু করে। ইউফ্রেটিস শিল্ড নামক ওই অভিযানের মাধ্যমে আঙ্কারা তুরস্ক সীমান্ত থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দেয়ার পাশাপাশি কুর্দি মিলিশিয়াদের অগ্রযাত্রাও প্রতিরোধ করতে চাইছে। গত কয়েক সপ্তাহ ধরে তুর্কিসমর্থিত সিরীয় বিদ্রোহীরা আল-বাব শহর নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে। রাশিয়ায় সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনীও আল-বাব শহরের নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হয়েছে। যার ফলে দুই দলের মুখোমুখি হয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। অপর এক খবরে বলা হয়, তুরস্কসমর্থিত সিরীয় বিদ্রোহী ও প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনী সিরিয়ার আলেপ্পোর উপকণ্ঠে অবস্থিত ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত আল বাব শহর থেকে জঙ্গিদের উচ্ছেদ করতে অভিযান চালাচ্ছে। এ লড়াইয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ এড়াতে একটি নিরাপত্তা করিডোর গঠন করেছে দুইপক্ষ। গতকাল স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। স্থানীয় সংবাদপত্র হুরিয়েতে প্রকাশিত সংবাদটি সত্যি হলে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে যোগাযোগের একটি অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হবে। সংবাদপত্রটি জানিয়েছে, আল বাবের দক্ষিণে ৫০০ মিটার থেকে ১ হাজার মিটার পর্যন্ত চওড়া করিডোরটি স্থাপন করা হয়েছে। প্রতিদ্ব›দ্বী দুইপক্ষের মধ্যে এর আগে অনিয়মিত যোগাযোগ ঘটেছে বলে হুরিয়েত জানিয়েছে। উত্তরাঞ্চলীয় সিরীয় শহরটির পূর্ণ নিয়ন্ত্রণের জন্য তুরস্কসমর্থিত বিদ্রোহী ও আইএস জঙ্গিদের মধ্যে তীব্র লড়াই চলছে। তুর্কিসমর্থিত বাহিনী আল বাবের কেন্দ্রে প্রবেশ করেছে বলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান জানান। এ নিয়ন্ত্রণ অনিবার্য ছিল বলে মন্তব্য করেছেন তিনি। হুরিয়েতের প্রতিবেদন অনুসারে, বর্তমানে শহরটির ৪০ শতাংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। একই সময় প্রেসিডেন্ট আসাদের বাহিনী আল বাবের দক্ষিণ দিক থেকে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে সেখানে আইএস জঙ্গিদের অবরুদ্ধ করেছে সরকারি বাহিনী। সিরিয়ায় প্রায় ছয় বছরের গৃহযুদ্ধের সূচনা থেকেই প্রেসিডেন্ট আসাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে তুরস্ক। যুদ্ধের শুরু থেকেই আসাদকে উচ্ছেদে লড়াইরত বিদ্রোহীদের সমর্থন জানিয়ে আসছে আঙ্কারা। রয়টার্স, এএফপি, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ