Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবসরে যাচ্ছেন মার্কিন সিক্রেট সার্ভিস প্রধান

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন সিক্রেট সার্ভিস প্রধান জোসেফ ক্লান্সি মার্চ মাসের প্রথম দিকে অবসরে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাটি মঙ্গলবার এ কথা জানায়। এর আগেও একবার ক্লান্সি অবসরে গিয়েছিলেন। কিন্তু হোয়াইট হাউজের নিরাপত্তা ঘাটতির জন্যে সিক্রেট সার্ভিস সমালোচনার মুখে পড়লে ক্লান্সি অবসর থেকে ফিরে এসে দু’বছর আগে সংস্থাটির হাল ধরেন। ক্লান্সি আগামী ৪ মার্চ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। এরপর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উত্তরসূরি নিয়োগ দেবেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা সিক্রেট সার্ভিসের দায়িত্ব। বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরের নিরাপত্তা নিশ্চিত করাও তাদের দায়িত্ব। এ সংস্থার জনবল প্রায় সাড়ে ৬ হাজার। ওয়েবসাইট।
ফ্রান্সে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে অভিযুক্ত ৩
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের দক্ষিণাঞ্চলে দুই পুরুষ ও ১৬ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দেশটির বিচারিক সূত্রে গত মঙ্গলবার একথা জানা গেছে। উপক‚লীয় নগরী মোন্টপেলিয়ারের কাছে এদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেনÑ থমাস সাউরেত (২০), তার সহযোগী সারাহ্ (১৬) ও মালিক হাম্মামি (৩৩)। সূত্র জানায়, তাদের বিরুদ্ধে একটি সন্ত্রাসী চক্রকে সহায়তার অভিযোগ আনা হয়েছে। এছাড়া সাউরেত ও তার সহযোগীর বিরুদ্ধে একটি সংঘবদ্ধ দলের পক্ষে বিস্ফোরক তৈরি ও রাখার অভিযোগও আনা হয়েছে। ফ্রান্সের সন্ত্রাসবাদ বিরোধী তদন্ত কর্মকর্তারা এই মামলার তদন্ত করছেন। টেলিগ্রাম ব্যবহারের জন্য কয়েক সপ্তাহ আগেই এদের শনাক্ত করা হয়। জিহাদিরা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহার করে। এএফপি।
বাগদাদে গাড়িবোমা
হামলায় ২ জন নিহত
ইনকিলাব ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত মঙ্গলবার গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে দু’জন নিহত ও অপর সাতজন আহত হয়েছে। পুলিশ সূত্র একথা জানায়। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, এদিন বাগদাদের শিল্পাঞ্চলে এ গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সূত্র জানায়, সেখানে এ বিস্ফোরণে পার্শ্ববর্তী স্থানে থাকা কমপক্ষে সাতটি গাড়ি বিধ্বস্ত হয়। শিয়া অধ্যুষিত ওই এলাকায় নিরাপত্তা বাহিনী ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় ইরাকি নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেই এ বিস্ফোরণ ঘটানো হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ