Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এরাকায় পুলিশের সিএনজি অটোরিকশা ভাংচুরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়ক ১ঘন্টা অবরোধ করে রাখে চালক, মালিক ও এলাকাবাসী। এতে মহাসড়কের দুইদিকে যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগের শিকার হন বাসযাত্রীরা।
মোস্তফা নামে এক সিএনজি অটোরিকশার চালক জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল নিষেধ থাকায় তারা মহাসড়কের আব্দুল্লাহপুর বাইপাস সড়কের পাশে সিএনজি অটোরিকশা রেখে রাজাবাড়ি, কোনাখোলা, রামের কান্দাসহ বিভিন্ন এলাকায় চলাচল করে। প্রতিদিনের ন্যায় গতকালও সেখানে ২০ থেকে ২৫টি সিএনজি অটোরিকশা অবস্থান করছিল। কিন্তু মুন্সীগঞ্জের হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কিছু পুলিশ অতর্কিতভাবে সেখানে এসে ২০/২৫টি সিএনজি অটোরিকশা ব্যাপক ভাংচুর করে। এসময় চালকরা তাদের প্রতিবাদ করলে হাইওয়ে পুলিশ মামলা দিয়ে চালকদের হযরানি করবে বলে হুমকি দেয়। এ খবর ছড়িয়ে পড়লে চালক, মালিক ও এলাকাবাসী জমায়েত হয়ে হাইওয়ে পুলিশদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পারে সিএনজি অটোরিকশার চালক, মালিক ও এলাকাবাসী সমবেত হয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক সকাল নয়টায় অবরোধ করে মিছিল করতে থাকে। সকাল ১০টা পর্যন্ত তারা মহাসড়কটি অবরোধ করে রাখে। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে আসেন এবং অবরোধকারীদের ক্ষতি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ
কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এরাকায় পুলিশের সিএনজি অটোরিকশা ভাংচুরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়ক ১ঘন্টা অবরোধ করে রাখে চালক, মালিক ও এলাকাবাসী। এতে মহাসড়কের দুইদিকে যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগের শিকার হন বাসযাত্রীরা।
মোস্তফা নামে এক সিএনজি অটোরিকশার চালক জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল নিষেধ থাকায় তারা মহাসড়কের আব্দুল্লাহপুর বাইপাস সড়কের পাশে সিএনজি অটোরিকশা রেখে রাজাবাড়ি, কোনাখোলা, রামের কান্দাসহ বিভিন্ন এলাকায় চলাচল করে। প্রতিদিনের ন্যায় গতকালও সেখানে ২০ থেকে ২৫টি সিএনজি অটোরিকশা অবস্থান করছিল। কিন্তু মুন্সীগঞ্জের হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কিছু পুলিশ অতর্কিতভাবে সেখানে এসে ২০/২৫টি সিএনজি অটোরিকশা ব্যাপক ভাংচুর করে। এসময় চালকরা তাদের প্রতিবাদ করলে হাইওয়ে পুলিশ মামলা দিয়ে চালকদের হযরানি করবে বলে হুমকি দেয়। এ খবর ছড়িয়ে পড়লে চালক, মালিক ও এলাকাবাসী জমায়েত হয়ে হাইওয়ে পুলিশদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পারে সিএনজি অটোরিকশার চালক, মালিক ও এলাকাবাসী সমবেত হয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক সকাল নয়টায় অবরোধ করে মিছিল করতে থাকে। সকাল ১০টা পর্যন্ত তারা মহাসড়কটি অবরোধ করে রাখে। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে আসেন এবং অবরোধকারীদের ক্ষতি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেরানীগঞ্জ

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ