বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাদিক মামুন, কুমিল্লা থেকে : কুমিল্লা বিভাগ বাস্তবায়নের কাজ যখন জোরেশোরেই চলছিল ঠিক তখনই বিভাগের নাম বদলের একটি সিদ্ধান্ত যেন বৃহত্তর কুমিল্লাবাসীর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। কোনোভাবেই এ সিদ্ধান্ত মেনে নিতে পারছে না ইতিহাসের প্রাচীন জনপদ বৃহত্তর কুমিল্লার মানুষ। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নামকরণ ময়নামতি বিভাগ হবে বলে নির্দেশ দেন। আর এমন খবরে বিস্মিত হন কুমিল্লাবাসী। কুমিল্লার বদলে ময়নামতি বিভাগ নামকরণ নিয়ে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়সহ বিভিন্ন জায়গায় কুমিল্লা বিভাগের নাম বদলের সিদ্ধান্ত নেয়ার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
বিভাগের দাবিতে ফুঁসে ওঠা কুমিল্লাবাসী শান্তির নিঃশ্বাস ফেলেছিল ২০১৫ সালের ২৬ জানুয়ারি। ওই দিন ঢাকায় সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বিভাগকে ভেঙে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে কুমিল্লা বিভাগ করার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর মুখে কুমিল্লা বিভাগ ঘোষণা নতুন ইতিহাস সৃষ্টি করেছিল। কেবল তাই নয়, ওই বছরের ২৫ মার্চ কুমিল্লা টাউনহলে কবি কাজী নজরুলের জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার উন্নয়ন এগিয়ে যাবে উল্লেখ করে কুমিল্লাকে বিভাগ ঘোষণার আশাবাদ ব্যক্ত করেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালও গত বছরের সেপ্টেম্বরে কুমিল্লায় জাতীয় যুব সম্মেলনের অনুষ্ঠানে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হওয়াটা সময়ের ব্যাপার বলে বক্তব্যে উল্লেখ করেন।
কিন্তু গতকাল একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, এখন থেকে নতুন বিভাগ হলে তা জেলার নামে হবে না। ফলে কুমিল্লা বিভাগের নামকরণ হবে ময়নামতি বিভাগ। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এমন নির্দেশ দিয়েছেন বলে পরিকল্পনামন্ত্রী জানান। তিনি প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি নামকরণ করায় কুমিল্লাবাসীর পক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান। আর এ খবরটি অনলাইন মাধ্যমে প্রচার হওয়ার পর দুপুর থেকে ক্ষোভে ফুঁসে ওঠে বৃহত্তর কুমিল্লার মানুষ। প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম বহাল রেখে নতুনভাবে ময়নামতি বিভাগ নামকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে গতকাল বিকেলে কুমিল্লা টাউনহল গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে কুমিল্লার সর্বস্তরের মানুষ।
সমাবেশে বলা হয়, কুমিল্লা একটি প্রাচীন নাম। ইতিহাস-ঐতিহ্যের এক সমৃদ্ধ জেলা। ময়নামতি একটি এলাকা মাত্র। আর এ নামে এখানে ইউনিয়ন রয়েছে। ময়নামতিকে একটি প্রতœতত্ত¡ এলাকা হিসেবে দেশ-বিদেশের মানুষ কুমিল্লাকে দিয়েই চেনে। অথচ একটি প্রাচীন ঐতিহ্যের জেলা কুমিল্লার নাম বাদ দিয়ে একটি এলাকার নামে বিভাগ হওয়াটা গণমানুষের কাছে হাস্যকর বলে মনে হবে। বক্তারা বিভাগের নাম ময়নামতি করার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার করে কুমিল্লা বিভাগ নাম বহাল রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। গতকাল নাম বদলের সিদ্ধান্তের প্রতিবাদে কুমিল্লা নগরী ছাড়াও বিভিন্ন স্থানে প্রতিবাদ, মানববন্ধন হয়েছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে রীতিমতো শুরু হয়েছে প্রতিবাদ ও সমালোচনার ঝড়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।