Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে আটক ভাইকে ছাড়াতে বোনকে পুলিশের কু-প্রস্তাব

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নাটোর সংবাদদাতা : নাটোরের লালপুর থানার কনস্টেবল সালামের বিরুদ্ধে কু-প্রস্তাব দিয়ে এক নারীকে হয়রানির অভিযোগ উঠেছে। পুলিশের হাতে আটক ভাইকে ছাড়াতে তার বোন সাথী আরা খাতুনকে সহায়তা করার বিনিময়ে অনৈতিক সম্পর্কে জড়ানোর কু-প্রস্তাব দেন থানার ওই কনস্টেবল। ইতিমধ্যে ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযোগ থেকে জানা যায়, প্রতিপক্ষের দেওয়া এক হয়রানিমূলক মামলায় জামিনে থাকা লালপুর বিশ্বম্ভরপুর গ্রামের বাসিন্দা ইশ্বরদী সরকারি কলেজের ছাত্র রমজান আলীকে গত ২৭ জানুয়ারি ডেকে নিয়ে যায় লালপুর থানা পুলিশ। পরদিন একটি চুরি মামলায় জড়িয়ে জেল হাজতে পাঠানো হয় রমজানকে। সাথী আরা খাতুনকে সহায়তার আশ্বাস দিয়ে নিজের নাম গোপন করে বলে সাথী আরা খাতুনের মোবাইল নম্বর রেখে দেয় কনস্টেবল আব্দুস সালাম। পরে মোবাইল ফোনে সহায়তা করার বিনিময়ে সাথীকে সে অনৈতিক সম্পর্ক স্থাপনের কু-প্রস্তাব দেয়। মোবাইল ফোনের এসব অডিও রেকডিংও চলে আসে গণমাধ্যম কর্মীদের হাতে। পুলিশের এধরণের আচরণে সাথী আরার পরিবার ও এলাকাবাসী বিস্মিত হয়ে পরেন। এসব জানতে লালপুর থানায় যোগযোগ করা হলে সাথী আরা খাতুনের সাথে মোবাইলে কথোপকথনের বিষয়টি স্বীকার করলেও অনৈতিক কু-প্রস্তাবের কথা অস্বীকার করেছেন অভিযুক্ত ওই কনস্টেবল। কয়েকজন গণমাধ্যমকর্মী তথ্য-চিত্র সংগ্রহ করতে গিয়ে তাদের কাছে মোবাইলে অডিও রেকডিংয়ের কথা আছে জানালে কনস্টেবল আব্দুস সালাম সাংবাদিকদের ওপর চড়াও হয়ে ওঠে। থানায় কার অনুমতি নিয়ে ঢুকেছে বলেও সে প্রশ্ন তোলে। ওসির সাথে দেখা করতে চাইলেও আটকে দেয় সালামসহ অন্যান্য পুলিশ সদস্যরা। থানার বাইরে থেকে মোবাইলে ওসির সাথে যোগাযোগ করলে ওসি আবু ওবায়েদ জানান ওই মহিলার বিরুদ্ধে দায়ের করা মামলা মোটেও পারিবারিক কোন হয়রানমুলক নয়, মহিলার বিরুদ্ধে গরু চুড়ির দু’টি মামলার একটিতে পাঁচটি গরু উদ্ধারও করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ