বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুর ফাজিল মাদরাসা কেন্দ্রের ১৬ নম্বর কক্ষে পরীক্ষা শুরুর পরপরই হাদিস শরীফ বিষয়ের প্রশ্নপত্র কক্ষের বাইরে দেওয়ার অপরাধে কাঠিপাড়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী সজীব হোসাইন পরীক্ষা থেকে বহিষ্কার এবং ইসাহাকাবাদ হোসাইনিয়া আলিম মাদরার শিক্ষক মো. ফারুক হোসেন ও শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদরাসার শিক্ষক মো. রেজাউল করিমকে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। সূত্র জানায়, রাজাপুর ফাজিল মাদরাসা কেন্দ্রের ১৬ নম্বর কক্ষে পরীক্ষা শুরুর ১০/১৫ মিনিট পরেই প্রশ্নপত্র কক্ষের বাহিরে পাঠিয়ে দেয় কাঠিপাড়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী সজীব হোসাইন। এমন গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রের ওই কক্ষে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল। তিনি ওই পরীক্ষার্থীর কাছে প্রশ্নপত্র দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হয় ওই পরীক্ষার্থী। এতে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে ওই কক্ষে কর্মরত দুই শিক্ষককে ভ্রামম্যান আদালতের মাধ্যমে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ইউএনও এবং ওই দুই শিক্ষককে সকল পাবলিক পরীক্ষার দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইউএনও জানান, ১৯৮০ সনের পাবলিক পরীক্ষ আইন এর (৯) ধারা অনুযায়ী দোষী শিক্ষকদের অর্থদন্ড দেয়া হয়েছে এবং দোষী ব্যক্তিরা যেন কোন পাবলিক পরীক্ষায় অংশ না নিতে পারে সে বিষয়েও আদেশ প্রদান করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।