Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কর্নাটক বিধানসভায় কম্বালা বিল পাস

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জনতার প্রবল চাপে শেষ পর্যন্ত মহিষ-দৌড় কম্বালা ও বলদ-গাড়ি দৌড়কে আইনি রূপ দিতে বিল পাশ করল ভারতের কর্নাটক বিধানসভা। কয়েকদিন আগেই, জাল্লিকাট্টু-র সমর্থনে বিল পাশ হয়েছিল তামিলনাড়ুতে। সেক্ষেত্রেও বিভিন্ন পশুপ্রেমী ও স্বেচ্ছাসেবী সংগঠনের আপত্তি ছিল। কিন্তু রাজ্যবাসীর প্রবল চাপের কাছে কার্যত নতিস্বীকার করে জাল্লিকাট্টু বিল পাশ করা হয়েছিল রাজ্যের বিধানসভায়। এবার সেই পথই অনুসরণ করল প্রতিবেশী রাজ্য কর্নাটকও। জানা যায়, এই বিল পাশ করার জন্য ১৯৬০ সালের জন্তুর ওপর নৃশংসতা আইনে সংশোধন আনা হয়। বিলটি পেশ করা হলে, সব দলই সমর্থন জানায়। বিল পেশ করতে গিয়ে রাজ্যের পশুপালন মন্ত্রী এ মঞ্জু দাবি করেন, কম্বলাতে কোনও জন্তুর ওপর নৃশংসতা করা হয় না। উপরন্তু, এটি ঐতিহ্যমÐিত লোক-ক্রীড়া। কৃষক-শ্রেণির বিশ্বাস জড়িয়ে রয়েছে এর সঙ্গে। দীর্ঘদিন ধরে চলে আসছে। এই ক্রীড়ায় বিপুল মানুষের সমর্থন রয়েছে বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত, বলদ-দৌড় উত্তর কর্নাটক ও শিবামোগ্গায় অনুষ্ঠিত হয়। অন্যদিকে, উডিপি ও দক্ষিণ কন্নড়ের মত উপক‚লবর্তী জেলায় অনুষ্ঠিত হয় কম্বালা। এদিকে, বিধানসভায় কম্বালা-বিল পাশ হওয়াকে ভারতের এক অন্ধকার দিন হিসেবে উল্লেখ করেছে পশুপ্রেমী সংগঠন পেটা। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ