Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরান-পাকিস্তান সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরান ও পাকিস্তানের নৌবাহিনীসহ সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। একথা বলেছেন পাকিস্তান সফররত ইরানি নৌবাহিনীর প্রতিনিধিদলের প্রধান কমোডোর হামিদ রাগোজার। ৩৭টি দেশের অংশগ্রহণে পাকিস্তানি নৌবাহিনীর চলমান আমান-১৭ মহড়ার পর্যবেক্ষক দেশ হিসেবে ইরানি নৌবাহিনীর একটি প্রতিনিধিদল দেশটি সফর করছে। চার সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমোডর হামিদ। তিনি বলেছেন, ইরান ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে আগের চেয়ে সম্পর্ক আরো জোরদার হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে কমোডর হামিদ বলেন, অনেক আগে থেকে ইরান ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে প্রশিক্ষণ বিনিময়, অভিন্ন সামরিক ও নৌবাহিনীর মহড়ায় অংশ নেয়াসহ নানা রকম কর্মসূচিতে সহযোগিতা চলে আসছে। এই সহযোগিতা ভবিষ্যতে জোরদার হবে বলে তিনি উল্লেখ করেন। কমোডর হামিদ জানান, আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তানের একটি নৌবহর ইরানের বন্দর আব্বাসে যাবে; ইরানও চলতি ২০১৭ সালে শান্তির বার্তা
দিয়ে পাকিস্তানে একটি নৌবহর পাঠাবে। ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ