মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রার্থনার জন্য শব্দ করে আহŸানকে (আজান) নিষিদ্ধ করে একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরাইলের মন্ত্রিসভা। এই প্রস্তাবের ফলে ভোরে মসজিদ থেকে মাইকে ফজরের নামাজের আজান দেয়া যাবে না। যদি কেউ নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাহলে তাকে দুই হাজার ৬০০ ডলার জরিমানা করা হবে। এর আগে কট্টর ডানপন্থী জুইশ হোম পার্টির নেতা মটি জোগেভ বিতর্কিত আইনটির প্রস্তাব করেছিলেন। এতে সব সময়ের জন্য সশব্দে মাইকে প্রার্থনার আহŸান বন্ধের প্রস্তাব ছিল। এর ফলে শুক্রবার সন্ধ্যায় ইহুদিদের সাব্বাথ প্রার্থনার জন্য সাইরেন বাজানোও নিষেধাজ্ঞায় পড়তো। এ কারণে ইসরাইলি আইনসভা নেসেট আইনটি প্রত্যাখ্যান করে। পরে আইনটি সংশোধন করে শুধু রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত উচ্চ শব্দে প্রার্থনার আহŸান নিষিদ্ধ করার কথা বলা হয়। গত রবিবার মন্ত্রিসভা কমিটি সংশোধিত প্রস্তাবটি অনুমোদন করে। এই কমিটির সভাপতি জুইশ হোম পার্টির নেতা এবং নেতানিয়াহু সরকারের বিচারমন্ত্রী আয়েলেত শাকেদ। মন্ত্রীদের অনুমোদন পাওয়ার ফলে প্রস্তাবটি সরকারি বিল হিসেবে নেসেটে উত্থাপন করা হবে। যদিও আইনটিতে সুনির্দিষ্ট কোনো ধর্মের কথা উল্লেখ করা হয়নি। কিন্তু ফিলিস্তিনি এবং ইসরাইলি মুসলিমদের দাবি এটি মুয়াজ্জিন আইন। ইসলাম বিদ্বেষের কারণেই দখলদার ইহুদিবাদী ইসরাইল এ আইন প্রণয়ন করছে বলে অভিযোগ তাদের। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।