Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জাতিসংঘ-পেন্টাগনের

আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরে সদস্য দেশগুলোর প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১০:০২ পিএম, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত সোমবার নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে উত্তর কোরিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়ে দেশটির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য সদস্য দেশগুলোর প্রতি প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানানো হয়। অপরদিকে, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে পেন্টাগন বলেছে, প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার একদিন পর গত সোমবার পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস সাংবাদিকদের বলেন, বেআইনি অস্ত্র পরীক্ষা কর্মসূচি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরোধের যথেষ্ট ক্ষমতা আমাদের রয়েছে, এবং আমাদের মিত্র দেশ ও তার নাগরিকদের যেকোনো সন্ত্রাসী হুমকি থেকে রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বলা হয়, এই উৎক্ষেপণগুলোসহ ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৎপরতার নিন্দা জানাচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্যরা। দেশটির বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের আরোপ করা নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করার জন্য সদস্য দেশগুলোর প্রতি তাদের প্রচেষ্টা দ্বিগুণ করার আহŸান জানানো হচ্ছে। উত্তর কোরিয়া জানিয়েছে, তারা মাঝারি থেকে দূরপাল্লায় আঘাতে সক্ষম একটি নতুন ধরনের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। গত রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে জাপান সাগরের পূর্ব অংশে উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বলে দাবি করেছে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শুরুর পর এটিই উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ডেভিস বলেন, সব দেখে মনে হচ্ছে, এটি অন্তর্বর্তী পরিসীমার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র। ভূমিতে আঘাতে সক্ষম এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এর আগেও চালিয়েছে দেশটি। উত্তর কোরিয়া সা¤প্রতিক সময়ে পারমাণবিক বোমা এবং ব্যালাস্টিক ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে, যা নিয়ে ওই এলাকায় উত্তেজনা ক্রমেই বাড়ছে। খবরে বলা হয়, পারমাণবিক বোমা ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের কারণে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে জাতিসংঘ। এর বাইরে দেশটির বিরুদ্ধে নতুন কী পদক্ষেপ নেয়া হতে পারে তা নির্দিষ্ট করে বলেনি নিরাপত্তা পরিষদ। উত্তর কোরিয়ার উৎক্ষেপণ নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া। নিরাপত্তা পরিষদ তাদের অনুরোধে সাড়া দেয়ায় সন্তোষ প্রকাশ করেছে জাপান। রয়টার্স, বিবিসি, এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ