Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পের মাথা ঠিক না থাকা নিয়ে সিনেটররা উদ্বিগ্ন : আল ফ্রানকেন

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবারও বিবাদপূর্ণ মন্তব্য করেছেন মিনেসোটাভিত্তিক ডেমোক্র্যাট সিনেটর আল ফ্রানকেন। তার দাবি, সিনেটরদের কেউ কেউ মনে করেন ট্রাম্প মানসিকভাবে সুস্থ নন। গত রোববার (১২ ফেব্রæয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর স্টেট অব দ্য ইউনিয়নকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। অবশ্য আল ফ্রানকেন বলেন, যারা এমনটা মনে করে তারা সংখ্যাগরি নন, অল্প কজন। ট্রাম্পের ব্যাপারে এমন দৃষ্টিভঙ্গি পোষণ করার যৌক্তিকতা দেখিয়ে আল ফ্রানকেন বলেন, উনি প্রচুর মিথ্যা কথা বলেন, তিনি এমন সব কথা বলেন যা সত্যি নয়, আর সেটাও একরকম মিথ্যা বলেই আমি মনে করি। ট্রাম্প গণহারে ভোট জালিয়াতির মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন বলে আবারও অভিযোগ করেন ফ্রানকেন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ