মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরাকের পশ্চিমাঞ্চলে আইএস শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদিকে লক্ষ্য করে এক বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় তিনি বেঁচে গেলেও আইএসের ১৩ জন কমান্ডার নিহত হয়েছে। একটি ঘর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ইরাকি বিমানবাহিনী মনে করেছিল, ওই ঘরে বাগদাদি তার দলের কমান্ডারদের সঙ্গে বৈঠক করছেন। ইরাকি বিমান বাহিনী এফ-১৬ জঙ্গি বিমান নিয়ে গত শনিবার এ হামলা চালায়। তারা নিহত কমান্ডারদের তালিকা করেছে। যদিও এদের মধ্যে বাগদাদির নাম নেই। ইরাকি বিভিন্ন সূত্র এবং পশ্চিমা গণমাধ্যমগুলো প্রায়ই বাগদাদির নিহত হওয়ার কথা প্রচার করে আসছে। ২০১৪ সালের গ্রীষ্মে ইরাকের মসুল শহরের প্রধান মসজিদ দখল করে নিজেকে নতুন ইসলামিক খিলাফতের খলিফা ঘোষণা করে বাগদাদি বিশে^র কট্টরপন্থী শীর্ষস্থানীয় ইসলামী নেতা হয়ে ওঠেন। ২০১৬ সালের ডিসেম্বরে পেন্টাগন বুঝতে পারে, বাগদাদি জীবিত আছেন এবং তিনি নিয়মিত তার কমান্ডারদের নির্দেশ দিয়ে যাচ্ছেন। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র বাগদাদিকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরিয়ে দেয়ার জন্য ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে। গত নভেম্বরে আইএস এক অডিও বার্তা প্রকাশ করে। এতে বাগদাদি নিজ কণ্ঠে মসুল রক্ষার জন্য জিহাদিদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার কথা বলেন। অপর খবরে বলা হয়, আইএস জিহাদিরা ২০ জন সাধারণ নাগরিককে হত্যা করেছে। তারা মসুলের পূর্বাঞ্চলের আইএস ঘাঁটি থেকে পালানোর চেষ্টা করছিল। পূর্বে সংঘর্ষকালে এখান থেকে যারা সরে গিয়েছিল, তারা আবার এখানে ফিরে আসা শুরু করছিল। ইরাকি এক সামরিক কর্মকর্তা জানান, আইএস জিহাদিদের হাতে ২০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। জিহাদিরা এখনো ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে ফোরাত নদীর পূর্বাংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে আছে। ব্রিগেডিয়ার জেনারেল কাজিম আল-মাকসুসি জানান, তারা পুরুষদের তাৎক্ষণিকভাবে হত্যা করেছে এবং নারী ও শিশুদের জিম্মি করে রেখেছে। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।