Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শরণার্থী বিষয়ে ট্রাম্প-ট্রুডো মতানৈক্য

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শরণার্থী বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভিন্নমত পোষণ করেছেন। তবে সীমান্ত নিরাপত্তা, দ্বিপাক্ষিক বাণিজ্য, শিল্প উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাকরির ব্যবস্থার ক্ষেত্রে একমত হয়েছেন দুই নেতা। গত সোমবার ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প এবং ট্রুডোর বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হয়। এসময় মার্কিন প্রেসিডেন্ট ৭টি মুসলিম প্রধান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির স্বপক্ষে অবস্থান নেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে যারা ভালবাসে তাদের জন্য দরজা সব সময়ই খোলা। যারা যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে কোনোমতেই প্রবেশ করতে দেয়া হবে না। গত বছর ৪০ হাজার শরণার্থী গ্রহণের ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী প্রশংসা পাওয়া জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার সমালোচনা না করে বলেন, প্রতিটি দেশেরই নিজস্ব প্রশাসনিক নীতি রয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ