মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : শ্রীলঙ্কায় একদিনে প্রায় সাড়ে ৫শ’ পলাতক সৈন্য গ্রেফতার হয়েছে। সামরিক বাহিনী থেকে গণহারে পালিয়ে যাওয়া ঠেকাতে তাদের গ্রেফতার করা হয়। দেশটির গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই সামরিক বাহিনী থেকে পালিয়ে যাওয়ার এ প্রবণতা ব্যাপক হারে দেখা যায়। গতকাল সরকারি এক কর্মকর্তা একথা জানান। শ্রীলঙ্কায় দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের অবসানের পর সরকারের সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় আত্মসমর্পণে অস্বীকৃতি জানানো প্রায় ৪৩ হাজার সৈন্যকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। সামরিক আদালতে বিচার এড়াতে সৈন্যদের আত্মসমর্পনের যে অতিরিক্ত সময় বেঁধে দেয়া হয় তা শেষ হয়ে যাওয়ার পর থেকেই এ গ্রেফতার অভিযান শুরু করা হলো। ব্রিগেডিয়ার রোশান সেনিভিরাতনি বলেন, পলাতক সৈন্যদের বিরুদ্ধে বৃহস্পতিবার ব্যাপক অভিযান চলাকালে ৫৪৬ জন গ্রেফতার হয়। উল্লেখ্য, সামরিক আদালতে বিচার এড়াতে ৯ হাজারের বেশি সৈন্য সরকারের সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।