Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনার কবি ওমর আলী ভাষা ও সাহিত্যে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : ‘এদেশে শ্যামল রঙ রমণীর সুনাম শুনেছি’ কাব্যখ্যাত পাবনার কবি ওমর আলী ২০১৭ মরণোত্তর একুশে পদক পাচ্ছেন। জীব দশায় একুশে পদক না পাওয়া জন্যে তার গভীর দুঃখ ছিল। স্মৃতিতে বলা আজ থেকে প্রায় ২৫/২৬ বছর আগে দৈনিক ইনকিলাবে কবি ওমর আলীকে নিয়ে একটি লেখা প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি তাঁর এই দুঃখের কথা জানিয়েছিলেন। তিনি সরকারি শহীদ বুলবুল কলেজে ইংরেজীর অধ্যাপনা করতেন। তিনি সাদা-মাটা জীবন যাপন করতেন। পাবনা শহর থেকে কমরপুর চরে কবি ওমর আলী প্রায়ই ভ্যান, রিকশায় যেতেন, রিকশায় বা অন্য যানবাহনে খরচ বেশী হতো বলে। নিরঙ্কারী কবি ওমর আলী পাবনার কবি কন্ঠে প্রথম সংবর্ধিত হন। তিনি সময় পেলেই আসতেন এই আসরে। সেখানেও তাঁর একুশ পদক না পাওয়ার বেদনার কথা শোনা গেছে। অবসরে যাওয়ার পর এক রকম কষ্টে কাটে তাঁর জীবন। অবহেলায়-অযতেœ তিনি চলে গেলেন ২০১৫ সালের ৩ ডিসেম্বর। শুধু নিজ হাতে নিতে পারছেন না তাঁর কাঙ্খিত একুশে পদকটি। তারপরও সংস্কৃতি মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে হয়। মরহুম কবি ওমর আলী এর কাব্য, উপন্যাস মিলিয়ে প্রকাশিত গ্রন্থ ৩০।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ