Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের পেশাগতভাবে দক্ষ ও নির্ভীক হতে হবে-পিআইবি মহাপরিচালক

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : দেশের সাংবাদিকতার সুস্থ ধারা অব্যাহত রাখতে এবং অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের পেশাগতভাবে নির্ভীক ও দক্ষ হতে হবে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত মাদারীপুরের জেলার ৪০ জন সাংবাদিকদের ৫দিন ব্যাপী নারী ও শিশু অধিকার সংরক্ষণে “সাংবাদিকদের জন্য সিআরসি সিডও ও মীনা বিষয়ক এক বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কথা বলেন। তিনি বলেন এখন থেকে মফস্বলে যে কাউকে যে কোন মিডিয়ায় প্রবেশ করতে হলে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী ও পিআইবি থেকে নিবন্ধন হতে হবে । সে লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত মাদারীপুর আইন সাহায্য সমিতির প্রশিক্ষণ কেন্দ্রে ও মাদারীপুর পাবলিক লাইব্রেরীতে ১ম পর্বে ২৫ জন সিনিয়র এবং ১৫জন জুনিয়র সাংবাদিককে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষক হিসাবে অংশ নেয় পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান ,নাসিমুুল আহসান ,বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমিন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিতকা বিভাগের বিভাগীয় প্রধান ড.প্রদীপ কুমার পান্ডে, মোহনা টেলিভিশনের সিনিয়র রির্পোটার রহমান মোস্তাফিজ দৈনিক সংবাদ প্রতিদিনের বার্তাপ্রধান সেলিম খান প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ