বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় ৪টি গ্রামের মানুষ সন্ত্রাসী ও চাঁদবাজদের কাছে জিম্মি হয়ে পড়েছে। জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর, বগদি, গুরুবাসি ও বোয়ালিয়া গ্রামের মানুষজন সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে প্রায় জিম্মি। সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে গতকাল সোমবার বেলা ১১টায় শিবপুর বাজারে বিক্ষুব্ধ জনতা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
আন্দোলনকারীরা জানান, শিবপুর, বগদি, গুরুবাসি ও বোয়ালিয়া গ্রামের সাধারণ মানুষদের জিম্মি করে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি চলছে। বিক্ষোভ-সমাবেশে মঞ্জু নামে এক মাস্টারের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয় তার সৃষ্ট বাহিনী এই চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। এই বাহিনীকে ব্যবহার করে হাট সংলগ্ন পথের ধারের মূল্যবান গাছ কেটে বিক্রি করা হচ্ছে। চাঁদার জন্য হুমকি দেয়া হচ্ছে। চাঁদা দিলে ব্যবসায়ীদের মারপিট করা হচ্ছে।
সোমবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন, ব্যবসায়ী রাসেল রহমান, আনিসুর রহমান ও আওয়ামী লীগ নেতা মজিদ প্রামাণিক প্রমুখ। বক্তরা বলেন, তাদের এলাকার মানুষ শান্তিপ্রিয়, ইদানিং বেশকিছু সন্ত্রাসী ও চাঁদাবাজের কাছে বর্তমানে সাধারণ ব্যবসায়ী ও নিরীহ গ্রামবাসী জিম্মি হয়ে পড়েছে। তারা কথায় কথায় চাঁদাবাজি ও মারপিট করেছে। তাদের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসীরা প্রতিবাদে সবাই ঐক্যবদ্ধ হয়ে পথে নামতে বাধ্য হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।