Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর কাস্টমস কমিশনার সম্মিলিতভাবে ভ্যাট আদায় হলে দেশ অর্থনীতিতে স্বনির্ভর হবে

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোর কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিসের উদ্যোগে বুধবার যশোরের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে অংশীদারিত্ব প্রতিষ্ঠা ও সম্পর্ক উন্নয়নে মতবিনিময় সভা হয়েছে।
যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিসের কমিশনার মো. জামাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাস্টমস যুগ্ম কমিশনার অরুণ কুমার বিশ্বাস, ডেপুটি কমিশনার আল আমিন, সহকারী কমিশনার হাসনাইন মাহমুদ, রাজস্ব কর্মকর্তা আকরাম হোসেন, সহকারী রাজস্ব কর্মকর্তা নাজ্জাসী পারভেজ, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি জাহিদ হাসান টুকুন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, যশোর জুয়েলারি মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম সঞ্জয়, সিট কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হোসেন প্রমুখ।
কাস্টমস কমিশনার মো. জামাল হোসেন জানান, যশোর কাস্টম অফিসের এবারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে এক হাজার ২৯০ কোটি টাকা। এই টাকা ব্যবসায়ীদের দিতে হবে। কাস্টম ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক বজায় রেখে আমরা ভ্যাট আদায় করতে চাই। কেননা আপনাদের দেয়া ভ্যাটের টাকায় দেশের উন্নয়ন হচ্ছে। সরকার দেশের টাকা দিয়ে পদ্মা সেতুসহ বিভিন্ন বড় প্রকল্প হাতে নিয়েছে। নিজে ভ্যাট দিন এবং অপরকে দিতে উৎসাহী করে তুলুন। তাহলে দেশ অর্থনীতিতে স্বনির্ভর হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর কাস্টমস কমিশনার সম্মিলিতভাবে ভ্যাট আদায় হলে দেশ অর্থনীতিতে স্বনির্ভর হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ