পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা : গত রোববার ফটিকছড়িতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৭১তম এজেন্ট ব্যাংকিং (আউটলেট) উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠান ফটিকছড়ি থানা গেইটস্থ কলেজ মার্কেটে শাখা কার্যালয়ে আউটলেট এজেন্ট মুহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের ইভিপি ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান আবেদ আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌর মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন, ব্যাংকের চট্টগ্রাম জোনাল ইনচার্জ মোহাম্মদ মুজিবুল কাদের, হাটহাজারী শাখা ব্যবস্থাপক একেএম সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন, আ’লীগ নেতা এমদাদুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা আহমদ ছাপা, প্রবাসী মোহাম্মদ কামাল উদ্দীন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।