Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক প্লাস্টিক মেলা ১৫ ফেব্রুয়ারি শুরু

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : চারদিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৭ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২তম এই মেলা চলবে ১৮ ফেব্রæয়ারি পর্যন্ত। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মেলার উদ্বোধন করবেন। গতকাল সোমবার বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। সংগঠনটির পল্টনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিপিজিএমইএ’র সভাপতি মো. জসিম উদ্দিন মেলার সার্বিক বিষয় তুলে ধরেন। তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য মোরশেদ আলম ও বিপিজিএমইএ উপদেষ্টা এ এস এম কামাল উদ্দিন। বিপিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশের প্লাস্টিক খাতের অগ্রযাত্রায় আন্তর্জাতিক প্লাস্টিক মেলার ব্যাপক অবদান রয়েছে। প্লাস্টিক মেলার মাধ্যমে প্লাস্টিক পণ্যের পরিচিত, নতুন প্রযুক্তি সংযোজন ক্রমান্বয়ে বাড়ছে। বাড়ছে ভোক্তা সাধারণ। প্লাস্টিক পণ্য দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি হচ্ছে। আগামী দিনে প্লাস্টিকের ব্যবহার ৫ কেজি থেকে বেড়ে ৫০ কেজি এবং রফতানি কয়েকগুণ বেড়ে যাবে বলে আমাদের প্রত্যাশা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক

১৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ