প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামীকাল বলিউডে নির্মিত ‘তেরে বিন লাদেন : ডেড অর অ্যালাইভ’, ‘আলীগড়’ এবং ‘রিদম’ চলচ্চিত্র তিনটি মুক্তি পাচ্ছে।
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরে বিন লাদেন’ ফিল্মটির সিকুয়েল ‘তেরে বিন লাদেন : ডেড অর অ্যালাইভ’ মুক্তি পাচ্ছে ওয়াকওয়াটার মিডিয়ার ব্যানারে। কমেডি ফিল্মটি প্রযোজনা করেছেন পূজা শেট্টি দেওরা এবং আরতি শেট্টি। অভিষেক শর্মার পরিচালনায় অভিনয় করেছেন মনীষ শর্মা, প্রধুমান সিং, সিকান্দার খের, পীযুষ মিশ্র, ইমান ক্রসন, সুগন্ধা গার্গ, মিয়া উডেয়া, রাহিল সিং এবং অতিথি ভূমিকায় আলি জাফর। সঙ্গীত পরিচালনা করেছেন রাম সম্পত। যুক্তরাষ্ট্র যেখানে বলতে চাইছে ওসামা বিন লাদেন তাদের অভিযানে নিহত হয়েছে তেমনি তাদের বিরোধী অস্ত্র ব্যবসায়ীরা প্রমাণ করতে চাইছে লাদেন আসলে জীবিত, এমনই গল্প এটি। কর্ম পিকচার্স এবং এরোস ইন্টারন্যাশনালের ব্যানারে মুক্তি পাচ্ছে ড্রামা ফিল্ম ‘আলীগড়’। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সুনীল এ. লুল্লা, সন্দ্বীপ সিং এবং হানসাল মেহতা। হানসাল মেহতার পরিচালনায় তিনটি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি, আশিস বিদ্যার্থী এবং রাজকুমার রাও। সঙ্গীত পরিচালনা করেছেন করণ কুলকার্নি। সমকামিতার অভিযোগে শ্রীনিবাসন রামাচন্দ্রন নামে এক অধ্যাপকের আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়ার বাস্তব ঘটনাকে ঘিরে চলচ্চিত্রটির কাহিনী। ভিকি ফিল্মস প্রাইভেট লিমিটেডের ব্যানারে মুক্তি পাচ্ছে মিউজিকাল রোমান্স ফিল্ম ‘রিদম’। বিবেক কুমার ফিল্মটি প্রযোজনা করেছেন। অভিনয় করেছেন আদীল চৌধরি, রিনিল রুথ, গারলিন চোপড়া, কিরণ শ্রীনিবাস, বিভু রাঘব, কোশা জয়ষভাল, কুবা গ্রাস এবং সালমান আহমাদ। সালমান আহমাদ, সুরেশ পিটার্স, প্রণয় রিজিয়া, আদিল চৌধরি এবং নাভিদ জাফরি সঙ্গীত পরিচালনা করেছেন। তরুণদের এক সঙ্গীত ও নৃত্য উৎসবকে ঘিরে চলচ্চিত্রটির কাহিনী।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।