প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: আজ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে দুপুর ২.৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘নীল প্রজাপতি’। শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন সুমনের যৌথ রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। অভিনয়ে অপূর্ব, মম, আলিফ, নওশাবা, শাহেদ, মুনিরা মিঠু, মাহমুদ সাজ্জাদ, খালেকুজ্জামান প্রমুখ। ‘সমুদ্র আর নিতুর প্রথম দেখা হওয়ার ব্যাপারটা ছিল খুব চমকপ্রদ। স্থানীয় একটি হোটেল হানিমুন কাপলদের জন্য বিশেষ অফার প্রমোট করার জন্য মডেল হিসেবে ওদের দু’জনকে নির্বাচন করে। সমুদ্র আর নিতু স্বামী-স্ত্রী সেজে যখন ক্যামেরার সামনে দাঁড়ায়, তখন দু’জনেরই কেমন অদ্ভূত একটা অনুভূতি হয়। কিন্তু ফটোসেশন শেষে সমুদ্র নিতুকে আর খুঁজে পায়না। বন্ধুর কাছ থেকে শুধু নিতুর ক্যাম্পাসের কথাই জেনেছে। অনেক চেষ্টার পর নিতুর সাক্ষাৎ পায় সমুদ্র। কিন্তু সমুদ্রকে চমকে দিয়ে নিতু জানায় সে খ্রিষ্টান। শুরু হয় সংকট।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।