প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে গ্রাম বাংলার অন্যতম কারুঐতিহ্য নকশী কাঁথার পুনরুজ্জীবনের অগ্রদূত শিল্পী সুরাইয়া রহমানের শিল্পকর্মের ওপর নির্মিত চলচ্চিত্র ঞযৎবধফং-এর প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছবির পরিচালক মিস ক্যাথে সেভুলাক, ছবির প্রযোজক মি. লেনার্ড হিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিয়াজ জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। প্রধান অতিথির ভাষণে আসাদুজ্জামান নূর এমপি বলেন, নকশি কাঁথা গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের উৎকর্ষতার অন্যতম উপাত্ত। নকশি কাঁথায় ফুটে ওঠে গ্রামের নারীদের আনন্দ বেদনা, দুঃখ কষ্ট, সুখ শান্তি চাওয়া পাওয়ার নানা কাহিনী। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে এই শিল্প হারিয়ে যেতে বসেছে। তৃণমূল পর্যায়ে গবেষণার মাধ্যমে আমাদের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। তবেই আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য নকশি কাঁথা রক্ষা পাবে। অন্যথায় বাণিজ্যিক প্রসারের ভাবনার কারণে আসল ঐতিহ্য বাধাগ্রস্ত হবে। আলোচকবৃন্দ বলেন, শিল্পী সুঁই সুতার মাধ্যমে যে সৃজনশীলতা ফুটিয়ে তোলেন তার মধ্যে রয়েছে গভীর মমত্ববোধ। এই মমত্ববোধ সৃজনশীলতাকে বেগবান করে। স্বাগত ভাষণে জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, জাতিতাত্তি¡¡ক ঐতিহ্যের যে কয়টি নিদর্শন জাদুঘরে সংগৃহীত হয়েছে নকশি কাঁথা তারমধ্যে অন্যতম। প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করেও গ্রামের মেয়েরা নকশি কাঁথায় যে সৃজনশীলতা ফুটিয়ে তোলে সেটি অনন্য এবং অসাধারণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।