Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিমে যাওয়ার সুযোগ পাচ্ছে সউদি নারীরা

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : খোলস থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে সউদি আরবের নারীরা। কট্টরপন্থী সউদি আরবের ইতিহাসে গত বছর প্রথমবারের মতো স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পান তারা। এবার সউদি নারীরা ব্যায়ামাগারে গিয়ে শরীরচর্চা করার সুযোগ পাবে। দেশটির জেনারেল অথরিটি অব স্পোর্টসের নারী বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ও রাজকুমারী রিমা বিনতে বন্দর বলেছেন, চলতি মাসের শেষের দিকে নারীদের জন্য ব্যায়ামাগারের লাইসেন্সের অনুমোদন দেয়া হবে।

আরবি ভাষার স্থানীয় দৈনিক ওকাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যেক জেলা ও এর আশপাশের এলাকায় ব্যায়ামাগার চালুর লক্ষ্য নির্ধারণ করছে সরকার। এই প্রক্রিয়া বাস্তাবায়নে (তিন মন্ত্রণালয়) শ্রম, গ্রাম উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে।
সউদি রাজকুমারী বলেন, প্রতিযোগিতামূলক কার্যক্রম যেমন ফুটবল, ভলিবল, বাস্কেটবল ও টেনিসের জন্য ব্যায়ামাগারের লাইসেন্স ইস্যু করা হবে না। তবে সাঁতার, দৌড় ও শরীর গঠনের কৌশলগত উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে লাইসেন্স দেয়া হবে। যাতে ওজন কমিয়ে ফিটনেস ধরে রাখা ও শরীর গঠন করতে পারবেন নারীরা।
নারীদের জিমে উৎসাহিত করতে আগামী দুই মাসের মধ্যে কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হবে। নারীদের জিমের খরচ ব্যয়বহুল হওয়ায় কর্তৃপক্ষ সমাধান খুঁজছে। তবে সউদি সমাজে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে রাজকুমারী রিমা বিনতে বন্দর বলেন, সমাজকে বোঝানোর দায়িত্ব আমার নয়। রোগবালাই থেকে আমাদের তরুণীদের সুস্থ জীবন-যাপনের দরজা খুলে দিতে আমার ক্ষমতা খুবই সীমিত। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ