Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদি যুবরাজকে মেডেল দিলেন সিআইএ পরিচালক

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: সউদি সিংহাসনের উত্তরাধিকারী মোহামেদ বিন নায়েফকে (৫৭) মেডেল দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)’র নতুন পরিচালক মাইক পমপেও। সরকারি সংবাদ সংস্থা সউদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, গত সপ্তাহান্তে এক অনুষ্ঠানে মাইক পমপেও সউদি যুবরাজ নায়েফকে এ মেডেল দেন। জানুয়ারির শেষ দিকে সিআইএ’র প্রধান হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে পমপেও সউদি আরব গেছেন। প্রিন্স মোহামেদ নায়েফ ২০১২ সাল থেকে সউদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন এবং তার কয়েক বছরের গোয়েন্দাগিরির অভিজ্ঞতা আছে। সহিংস চরমপন্থা মোকাবেলায় ভূমিকার জন্য পশ্চিমে তিনি ব্যাপক সম্মানের পাত্র এবং তিনি আল কায়েদার বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেন। ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে দেশটিতে আল কায়েদার হামলায় নিরাপত্তা কর্মকর্তা ও বিদেশীরা নিহত হয়েছে। ২০০৯ সালে আল কায়দার হত্যাপ্রচেষ্টার হাত থেকে বেঁচে যান তিনি। তবে তিনি সামান্য আহত হয়েছিলেন। সন্ত্রাস বিরোধী কর্মকান্ড এবং বৈশ্বিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় তার ব্যাপক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে জর্জ টেনেট মেডেল প্রদান করেন সিআইএ পরিচালক। সিআইএ’র দীর্ঘদিনের পরিচালক ছিলেন জর্জ টেনেট। তিনি ১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত গোয়েন্দা সংস্থাটির পরিচালক ছিলেন। এসপিএ সংবাদ সংস্থা জানায়, মেডেল প্রদান অনুষ্ঠানে নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা করেন পমপেও ও মোহামেদ। এএফপি।



 

Show all comments
  • ১অএঅ৿অ ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:৪০ পিএম says : 0
    ইএকচ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ