Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সিরিয়া-ইরাকের চেয়েও বেশি বোমা বিস্ফোরণ হয় ভারতে

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বোমা বিস্ফোরণ ঘটেছে ভারতে। অন্তত গত দুই বছরের পরিসংখ্যান তাই বলছে। এমনকি ইরাক আর পাকিস্তানের চেয়েও বেশি বিস্ফোরণের ঘটনা নাকি ঘটেছে সেদেশে। সম্প্রতি এক সমীক্ষায় ন্যাশনাল বম্ব ডেটা সেন্টার (এনবিডিসি) এই তথ্য প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের কলকাতাভিত্তিক একটি নিউজ পোর্টালের খবরে বলা হয়েছে, গত বছর ভারতে ৩৩৭টি আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এনবিডিসি জার্নাল ‘বম্বসেল’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৫ সালে ভারতে ২৬৮টি বিস্ফোরণের ঘটনা ঘটে, ২০১৪ সালে ১৯০টি, ২০১৩ সালে ২৮৩টি এবং ২০১২ সালে ৩৬৫টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে, ইরাকের গত বছর বিস্ফোরণের সংখ্যা ২২১টি। পাকিস্তানে ১৬১টি আইইডি বিস্ফোরণ হয়েছে ২০১৬ সালে। এছাড়া, আফগানিস্তানে ১৩২টি, তুরস্কে ৯২টি, থাইল্যান্ডে ৭১টি, সোমালিয়ায় ৬৩টি এবং সিরিয়ায় ৫৬টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০১৫ সালে ইরাকে ১৭০টি, পাকিস্তানে ২০৮টি, আফগানিস্তানে ১২১টি, ইরাকে ১৭০টি এবং সিরিয়ায় ৪১টি বিস্ফোরণ হয়। ভারতের মধ্যে সব থেকে বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে ছত্তিসগড়, জম্মু ও কাশ্মীর, কেরালা, মনিপুর, উড়িষ্যা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ