Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে নারী ধর্ষণের চেষ্টার অভিযোগে স্বামী ওম গ্রেফতার

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিতর্ক পিছু ছাড়ছে না ভারতের বিতর্কিত ধর্মগুরু স্বামী ওমের। নারীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে ‘বিগ বস সিজন থেকে বিতাড়িত হন ওম। এরপর একের পর এক অনুষ্ঠানের সঞ্চালক বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে কুৎসা রটান। সালমান খান এইডসে আক্রান্ত বলেও দাবি করেন ওম। এছাড়া ইংল্যান্ডে সালমানের স্ত্রী রয়েছে বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে সালমানকে আইএসআই-এর এজেন্ট বলে বক্তব্য দেন ওম। তবে সালমানের বিরুদ্ধে যেসব অভিযোগ স্বামী ওম এনেছেন তা যে তাকে অনুষ্ঠান থেকে বের করে দেয়ার জন্য তা বুঝতে বাকি নেই ভাইজানের ভক্তদের। এবার আরও বড় বিতর্কে জড়ালেন ওম। আশ্রমে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বামী ওমকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ওমের এক সঙ্গী সন্তোষ আনন্দকেও গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গত ৭ ফেব্রুয়ারি নয়া দিল্লির রাজঘাট পাওয়ার হাউজের কাছে ওই মহিলার পোশাক খুলে শ্লীলতাহানীর চেষ্টা করা হয় বলে স্বামী ওম ও সন্তোষ আনন্দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সোমবার ম্যাজিস্ট্রেটের সামনে অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হবে। জানা গেছে, রাজঘাট পাওয়ার হাউজের কাছে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন তিনি। ওয়েবসাইট।



 

Show all comments
  • সজিব ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০২ পিএম says : 0
    ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার।
    Total Reply(0) Reply
  • সুমন শাহা ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০৩ পিএম says : 0
    তাকে ও তার সঙ্গীকে রিমান্ডে দিলেই সব তথ্য বেরিয়ে যাবে।
    Total Reply(0) Reply
  • মাহিন ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০৩ পিএম says : 0
    মনে হচ্ছে লোকটা বেশি সুবিধার না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ