Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাবে ওয়াশিংটন

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা দুই দফায় দেশটির ফেডারেল আদালত স্থগিত করে দিলেও এখনো হাল ছাড়েনি ট্রাম্প শিবির। এখন এ সংক্রান্ত নতুন আরেকটি নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্প নিজেই সাংবাদিকদের কাছে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে আগের নিষেধাজ্ঞার বিপক্ষে আদালতে লড়াই করা ওয়াশিংটন অঙ্গরাজ্য জানিয়ে দিয়েছে, ট্রাম্প প্রশাসন নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে তার বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাবেন তারা। গত রোববার এবিসি টেলিভিশনের দিস উইক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন। এ সময় তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ যদি সংবিধানের লঙ্ঘন হয়; তাহলে আমরা এর বিরুদ্ধে লড়াই করব। এদিকে, সাত মুসলিম নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা দুই দফায় আদালতে স্থগিত হয়ে যাওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প শিবির। আদালতে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ স্থগিতের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্টের অভিবাসন সংক্রান্ত সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার। রোববার সিবিএস টেলিভিশনের ফেস দ্য ন্যাশন অনুষ্ঠানে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন। স্টিফেন মিলার বলেন, শিগগিরই পুরো দুনিয়া দেখবে যে, প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা প্রশ্নবিদ্ধ হবে না। ট্রাম্পের এই উপদেষ্টা বলেন, আমাদের এমন একটা বিচার বিভাগ রয়েছে যাদের হাতে অনেক বেশি ক্ষমতা। অনেক ক্ষেত্রে এটা সরকারের প্রধান শাখায় পরিণত হচ্ছে। আমাদের বিরোধীরা, মিডিয়া এবং পুরো দুনিয়া শিগগিরই আমাদের পরবর্তী পদক্ষেপ দেখতে পাবে। আমাদের দেশকে রক্ষায় প্রেসিডেন্টের ক্ষমতা খুবই বাস্তবসম্মত। এটা প্রশ্নবিদ্ধ হবে না। অভিবাসন ইস্যুতে নির্বাহী আদেশে আরো সংকীর্ণ নতুন আরেকটি নিষেধাজ্ঞা আরোপে হোয়াইট হাউসের পরিকল্পনার প্রতিও ইঙ্গিত করেন স্টিফেন মিলার। এতে মূলত শরণার্থী ও সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফর নিবৃত্ত করার চেষ্টা চালানো হবে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে চড়ে ফ্লোরিডা যাওয়ার পথে এ সংক্রান্ত নতুন নিষেধাজ্ঞা জারির ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, আমরা সন্দেহাতীতভাবে এ লড়াইয়ে জিতব। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এতে কিছু বেশি সময় লাগছে। তবে একেবারে নতুন করে আরেকটা আদেশ জারি করাসহ আরো অনেক পথই আমাদের সামনে খোলা আছে। নতুন নিষেধাজ্ঞা কেমন হবে, তা পরিষ্কারভাবে না বললেও ট্রাম্প জানিয়েছেন, আগের নিষেধাজ্ঞা খুব সামান্যই পরিবর্তিত হবে। অবশ্য একইসঙ্গে আগের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন সুপ্রিমকোর্টে যাবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রিয়েবাস। গত শুক্রবার তিনি সাংবাদিকদের কাছে ট্রাম্প প্রশাসনের এমন অবস্থানের কথা জানান। তিনি বলেন, মার্কিন জনগণকে জঙ্গিবাদ থেকে রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নিতেই নির্বাহী আদেশ জারি করা হয়েছে। স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যাওয়াসহ আইনি প্রক্রিয়ার সব দ্বারই খোলা রয়েছে। ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার বলেন, সন্ত্রাসবাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপই নেয়া হবে। পলিটিকো, দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ