Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড গঠন

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক :  নজরুল সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমকে শ্রদ্ধা জানিয়ে এবারে গঠন করা হলো ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিস উদ দৌলা’র কাছ থেকে ৬০ লাখ টাকার একটি চেক গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মহসিন উদ দৌলা, বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিস, সাফিন আহমেদ ও হামিন আহমেদ। ফাউন্ডেশনের এই উদ্যোগ ছাড়াও ফিরোজা বেগমের ভাইজি এবং একনিষ্ঠ শিষ্য সুস্মিতা আনিস নিজস্ব ওয়েবসাইট িি.িংযঁংসরঃধধহরং.পড়স -এ ফিরোজা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে সর্বসাধারনের জন্যে তার জীবন ও কর্মভিত্তিক ফিরোজা বেগম আর্কাইভ চালু করেন গত ৯ সেপ্টেম্বর, ২০১৫। সুস্মিতা আনিস তার সাম্প্রতিক কর্মকা-ের মধ্য দিয়ে ফিরোজা বেগমের সঙ্গীতসাধনা এবং এর ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিতে চান এবং নজরুল সঙ্গীতকে সকলের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে আরও জনপ্রিয় করে তুলতে চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড গঠন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ