প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : এ বছরের শুরু থেকেই চলচ্চিত্র ব্যবসায় মন্দা অবস্থা বিরাজ করছিলো। জানুয়ারি থেকে এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমাই আশানুরূপ দর্শক টানতে পারেনি। বরং গত বছরের চেয়ে আরো বেশি নি¤œগামী হতে শুরু করে। মুক্তিপ্রাপ্ত দু’একটি সিনেমা এমনিতে প্রশংসিত হলেও দর্শক হলে টানতে ব্যর্থ হয়। এ অবস্থায় মুক্তি পেয়েছে হিরো ৪২০ সিনেমাটি। সিনেমাটির এখন পর্যন্ত ব্যবসায়িক সাফল্য খুবই আশাব্যঞ্জক। মুক্তির প্রথম দু’দিনেই হলমুখী হয়েছেন প্রচুর দর্শক। ঢাকাসহ সারাদেশের ৮৬টি হলে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দেখতে কম-বেশি দর্শক সমাগম হতে দেখা গেছে। যৌথ প্রযোজনার সিনেমাটির এদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া দর্শকের এ সাড়ায় সন্তুষ্ট। সব মিলিয়ে এ বছরের ভালো ব্যবসা করা ছবি হিসেবে সাফল্যের শুভসূচনা করলো ‘হিরো ৪২০’। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘বছরের শুরুতেই চলচ্চিত্রে যে মন্দাভাব বিরাজ করছিলো সেটা কাটিয়ে উঠতে পেরেছে সিনেমাটি। সিনেমাটি দর্শকদের আবার হলমুখী করতে পেরেছে এতেই আমি সন্তুষ্ট। এর সেল রিপোর্টও বেশ ভালো। সব মিলিয়ে হতাশা পেরিয়ে নতুন বছরে এটিকে ভালো অধ্যায়ের শুভসূচনা হয়েছে বলা যায়।’ উল্লেখ্য, সৈকত নাসির এবং সুজিত মন্ডল পরিচালিত ‘হিরো ৪২০’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওম, নুসরাত ফারিয়া এবং রিয়া সেন। অ্যাকশন ও রোমান্টিকধর্মী ত্রিভুজ প্রেমের সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজ। গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।