Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিফ্টি শেড্স ডার্কার

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

‘ফিফ্টি শেড্স অফ গ্রে’ (২০১৫) চলচ্চিত্রটির সিকুয়েল ‘ফিফ্টি শেড্স ডার্কার’। এরোটিক রোমান্টিক ড্রামা ফিল্মটি পরিচালনা করেছেন জেমস ফোলি। ফোলি ‘পারফেক্ট স্ট্রেঞ্জার’ (২০০৭), ‘কনফিডেন্স’ (২০০৩), ‘দ্য করাপ্টর’ (১৯৯৯), ‘চেম্বার’ (১৯৯৬), ‘ফিয়ার’ (১৯৯৬), ‘টু বিটস’ (১৯৯৫), ‘গেøনগ্যারি গেøন রস’ (১৯৯২), ‘আফটার ডার্ক, মাই সুইট’ (১৯৯০), ‘হু’জ দ্যাট গার্ল’ (১৯৮৭), ‘অ্যাট ক্লোস রেঞ্জ’ (১৯৮৬) এবং ‘রেকলেস’ (১৯৮৪) চলচ্চিত্রগুলো পরিচালনা করেছেন। তিনি সিরিজের পরের পর্ব ‘ফিফটি শেডস ফ্রিড’ চলচ্চিত্রটিও পরিচালনা করছেন; এটি আগামী বছর মুক্তি পাবে। সবগুলো চলচ্চিত্রই ই. এল. জেমসের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বা হচ্ছে।
ক্রিস্টিয়ানকে (জেমি ডরনান) ছেড়ে আসার পর আনা (ডেকোটা জনসন) একটি প্রকাশনা সংস্থার সম্পাদক জ্যাক হাইডের (এরিক জনসন) একান্ত সহকারীর চাকরি নেয়। এখানে এসেও তার একই ধরনের অভিজ্ঞতা হয়। তার নতুন বস তার দিকে লালসার হাত বাড়িয়ে দেয়। অন্যদিকে ক্রিস্টিয়ান আনাকে ভুলতে পারেনি। সে আনার কাছাকাছি হওয়ার জন্য পুরো প্রকাশনা প্রতিষ্ঠানটি কিনে নেয়। আর তাতে সে জ্যাকের ওপর খবরদারির ক্ষমতা অর্জন করে। জ্যাকের একান্ত সহকারীদের সঙ্গে অমিতাচারের বিষয়টি সে জানত বলে প্রতিষ্ঠানটির কর্তৃত্ব লাভ করার পর সে তারর সঙ্গে আনার রাতে বাইরে যাওয়ার নিয়মটি রদ করে দেয়। সে আবার আনার বিশ্বাস অর্জনের চেষ্টা করতে থাকে। সে আনাকে আরেকটি সুযোগ দেয়ার অনুরোধ করে। আনা নতুন কিছু শর্ত দেয়। ক্রিস্টিয়ান তা মেনে নেয়। আর তাতে সে আনার কাছ থেকে কিছুটা বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়। তাদের সম্পর্কে কিছুটা স্থিতিশীলতা আসে। এমনই এক সময় আনার সঙ্গে। এলেনা (কিম বেসিঙ্গার) নামে এক বয়স্ক নারীর পরিচয় হয়। সে জানতে পারে এই নারীর সঙ্গে ক্রিস্টিয়ানের বয়স যখন ১৫ ছিল তখন সম্পর্ক হয়েছিল। ক্রিস্টিয়ানের সঙ্গে এলেনার এখনো সম্পর্ক আছে জেনে আনা অস্বস্তিতে ভুগতে শুরু করে। অন্যদিকে এলেনা যখন জানতে পারে ক্রিস্টিয়ান আনার প্রেমে পড়েছে সে তাদের সম্পর্ক বানচাল করার জন্য তৎপর হয়ে ওঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডার্কার

১৩ ফেব্রুয়ারি, ২০১৭
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ