Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাভাষা

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

হোসেন মাহমুদ

ফাগুনে সব ভাষা শহীদ ভাইকে মনে পড়ে
যে ভাষাটি ছড়িয়ে আছে দেশের সকল ঘরে
এ ভাষাতেই বুলি ফোটে শিশু বয়স থেকে
এ ভাষাতেই বলি লিখি মমতা আদর মেখে
বাংলাভাষা জড়িয়ে আছে গোটা জীবনটাতে
এ ভাষাতেই স্বপন দেখি ঘুমের মাঝে রাতে
এ ভাষাকে ভালোবেসে বুকের ভেতর রাখি
চিরটাকাল নীলাকাশে উড়–ক ভাষার পাখি।


এ আর মাকবুল
একুশে ফেব্রুয়ারি

ফেব্রুয়ারির একুশ তারিখ
ইতিহাসের পাতায়,
আরো আছে লিপিবদ্ধ
আমার ছোট্ট খাতায়।
এই দিনেতে শহীদ হলো
হাজার মায়ের ছেলে,
ছাত্র, কৃষান, বুদ্ধিজীবী
কামার, কুমার, জেলে।
তাদের প্রাণের বিনিময়ে
পেলাম বাংলা ভাষা,
অনেক ত্যাগের বিনিময়ে
পূরণ হলো আশা।


ইব্রাহীম রাসেল
বইয়ের মেলা

শোনো খুকি শোনো খোকা
ধরো এবার বায়না
বাবার কাছে, মায়ের কাছে
আর তো দেরি সয়না।
একটা ভালো মেলা চলছে
শুধুই বইয়ের মেলা
সেথায় গেলে পাবে তুমি
গল্প সারা বেলা।
ছড়াও পাবে, কমিকস পাবে
পাবে ভূতের বই
মন মাতানো মোড়ক বাঁধা
রঙিন রঙিন বই।
সেই মেলাতে গেলে তুমি
শিখবে অনেক কিছু
আর দেরি নয় বায়না ধরে
ঘোরো বাবার পিছু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন