মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিচারক ও বিচার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত শনিবার রাতে এক টুইট বার্তায় ট্রাম্প বিচার ব্যবস্থা নিয়ে এ উদ্বেগ প্রকাশ করেন। টুইটারে ট্রাম্প লিখেন, আমাদের আইনি প্রক্রিয়া ভেঙে পড়ছে! ৭ দেশের নাগরিকদের প্রতি সন্দেহ প্রকাশ করা সত্ত্বেও ৭৭ ভাগ শরণার্থী প্রবেশ করছে যুক্তরাষ্ট্রে। সুতরাং এটি বিপজ্জনক ও উদ্বেগজনক। গত ২৭ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান, ইরাক, সোমালিয়া, লিবিয়া, সুদান ইয়েমেন ও সিরিয়ার এই মুসলিম ৭ দেশের অভিবাসী ও শরণার্থীদের যুক্তরাষ্ট্র ভ্রমণের উপর নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ জারি করেন। তার এই আদেশ ওয়াশিংটনের একটি ফেডারেল আদালত স্থগিত করে দেয়। এর পর আপিল বিভাগও আদেশ বলবৎ রাখেন। বিচারকদের আদেশের পরেই ট্রাম্প বিচারকদের প্রতি ক্ষেপে যান। তিনি ওয়াশিংটনের ফেডারেল বিচারককে তথাকথিত বিচারক বলে অভিহিত করেন এবং আপিল বিচারকদেরও দেখে নেওয়ার হুমকি দেন। বিচারকরা যুক্তরাষ্ট্রকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে বলে অভিযোগ করেন ট্রাম্প। দ্য হিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।