Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সিআইএর দ্বন্দ্বের আভাস, ট্রাম্প নতুন সংকটে

ফ্লিনের পদত্যাগ দাবি করেছেন বিরোধী ডেমোক্র্যাটরা

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের সঙ্গে কেন্দ্রীয় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র দ্বন্দ্বের আভাস পাওয়া যাচ্ছে।  মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো বলছে, ফ্লিনের শীর্ষস্থানীয় একজন সহযোগীকে বিশেষ নিরাপত্তা ছাড়পত্র না দেয়ার কারণে নতুন করে এই দ্বন্দ্ব শুরু হয়েছে।  বিশ্বস্ত এক সূত্র পত্রিকাটিকে বলেছে, সিআইএ ছাড়পত্র না দেয়ার কারণ নিয়েও কিছুই বলেনি। অপর এক সূত্র একে ফ্লিনবিরোধী পদক্ষেপ আকারে দেখছে। অপর এক খবরে বলা হয়, আপিল আদালতে নিজের নির্বাহী নির্দেশের ওপর আরোপিত স্থগিতাদেশ রদ করতে ব্যর্থ হওয়ার ধাক্কা সামলে ওঠার আগেই ত্রিমুখী সংকটে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল মাইকেল ফ্লিন ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে কথা বলেছেন, যার বিষয়বস্তু ছিল রাশিয়ার ওপর ওবামা প্রশাসনের আরোপিত বিধিনিষেধ। এই যোগাযোগ জাতীয় স্বার্থবিরোধীÑ এই যুক্তিতে ফ্লিনের পদত্যাগ দাবি করেছেন বিরোধী ডেমোক্র্যাটরা। রাশিয়ার হাতে ট্রাম্পের অশালীন ব্যবহারের গোপন তথ্য আছে, এমন কথা কয়েক সপ্তাহ আগে জানা গিয়েছিল। ট্রাম্প এটাকে মিথ্যা কথা বলে উড়িয়ে দিয়েছিলেন। এখন জানা যাচ্ছে, মার্কিন গোয়েন্দারা সে তথ্যের অংশবিশেষ সত্য বলে প্রমাণ পেয়েছেন। তবে ট্রাম্পের জন্য আশু চ্যালেঞ্জ মুসলিম নিষিদ্ধাদেশের ব্যাপারে তার পরবর্তী পদক্ষেপ। জানা যাচ্ছে, ফ্লিন রুশ রাষ্ট্রদূতের সঙ্গে শুধু ওবামা আরোপিত নতুন নিয়ন্ত্রণ বিধিনিষেধ নিয়েই আলোচনা করেননি, তিনি আশ্বাস দিয়েছিলেন এসব বিধিনিষেধ দ্রুত বাতিল করা হবে। ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস একাধিক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে কথা বলে এই কথা নিশ্চিত করেছে যে তাদের এই কথাবার্তার রেকর্ডিং মার্কিন গোয়েন্দাদের হাতে আছে। বিদেশি কূটনীতিকদের আলাপচারিতায় আড়ি পাতা কোনো গোপন ব্যাপার নয়। এ নিয়ে প্রশ্ন করা হলে ফ্লিন দুবার স্পষ্টভাবে বলেন, তার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বিধিনিষেধ নিয়ে কোনো কথা হয়নি। গত বৃহস্পতিবার ফ্লিন তার বক্তব্য পাল্টে বলেন, কী কী বিষয়ে কথা হয়েছে তার সঠিক মনে নেই, তবে নিয়ন্ত্রণাদেশ নিয়ে আলোচনা হলেও হয়ে থাকতে পারে। ফ্লিনের কথা এভাবে পাল্টানোয় ক্ষুব্ধ হয়েছেন ভাইস প্রেসিডেন্ট পেন্স। একজন মুখপাত্রের মাধ্যমে তিনি জানিয়েছেন, নিয়ন্ত্রণাদেশ নিয়ে রুশ কূটনীতিকের সঙ্গে তার কোনো কথা হয়নি, ফ্লিন নিজেই তাকে বলেছিলেন। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে মাইকেল ফ্লিনের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী রবিন টাউনলে। সংস্থাটির আফ্রিকা অঞ্চলের জ্যেষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রবিন। পলিটিকো, রয়টার্স।



 

Show all comments
  • Jafor ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১:০০ পিএম says : 0
    Trump er kopale ki ase ta Allah e valo jane
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ