মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রান্না প্রতিযোগিতায় অতিথি বিচারক হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা। ভালো খাদ্যাভ্যাসের পক্ষে পরামর্শ দিতে অভ্যস্ত মিশেল এর আগেও একটি রান্নার অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন। সেরা রাঁধুনি খুঁজে বের করার প্রতিযোগিতা মাস্টার শেফ জুনিয়র খুবই জনপ্রিয় একটি টেলিভিশন প্রতিযোগিতা। বিখ্যাত রাঁধুনি গর্ডন রামসে অনুষ্ঠানের উপস্থাপক। মাস্টার শেফ জুনিয়রের আগামী পর্বে অতিথি বিচারক হিসেবে দেখা যাবে মিশেলকে। তার সঙ্গে আরো কয়েকজন সেলেব্রিটি অতিথি বিচারক অনুষ্ঠানে থাকবেন। লস অ্যাঞ্জেলেস টাইমসে শুক্রবার জানানো হয়েছে, এর আগে মাস্টার শেফ জুনিয়র খেতাবপ্রাপ্ত গ্রাহাম এলিয়ট, মারথা স্টুয়ার্ট ও মাপেটের বদলে আগামী পর্বে নতুন অতিথি বিচারক থাকবেন। গত বছর হোয়াইট হাউসে ইনা গর্টেনের উপস্থাপনায় বেয়ারফুট কনটেসা নামে একটি রান্নার অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন মিশেল। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।